Ratha Yatra Ulto Rath : মহিষাদলে উল্টোরথের রশিতে টান, ১৩ চূড়ার এই রথ ঘিরে কত ইতিহাস !
সাড়ম্বরে উল্টোরথের রশিতে টান পড়লো পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্যমন্ডিত মহিষাদলের রথে।এবছর মহিষাদলের রথ পড়লো ২৪৭ বছরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৭৭৬ সালে মহিষাদল রাজ পরিবারের রানি মা জানকীদেবী এই রথযাত্রা শুরু করেছিলেন। সেই সময়ে এই রথে ১৭টি চূড়া ছিল।
চাকার উচ্চতা ছিল প্রায় ৬ ফুট। পরে এই রথের চূড়া কমিয়ে ১৩ চূড়া করা হয়।
মহিষাদলের রাজবাড়ীর রথের বিশেষত্ব হল, এই রথে জগন্নাথদেবের পাশাপাশি ওঠেন রাজবাড়ির কূলদেবতা মদনগোপালজিউ।
উল্টোরথে আটদিন মাসির বাড়িতে থেকে ফের তাঁরা আসেন রাজবাড়ির গোপালজিউয়ের মন্দিরে।
রথকে কেন্দ্র করে এক মাস ধরে এই রথের মেলা চলে মহিষাদলে। রাজপরিবার ও মহিষাদল পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে এই রথযাত্রার মেলা হয়।
পূর্ব মেদিনীপুর জেলা ছাড়াও আশপাশের জেলা থেকেও হাজার মানুষের ভিড় জমান।
দুপুর তিনটের পর প্রথা মেনে রাজবাড়ির কোনো সদস্য রথের রশিতে টান দেওয়ার পর সেই রথ টানা শুরু হয়।
এদিন বৃষ্টি উপেক্ষা করে হাজারো হাজারো মানুষ মেতে ওঠেন রথের রশিতে টান দিতে। ছবি : বিটন চক্রবর্তী
- - - - - - - - - Advertisement - - - - - - - - -