Ratna On Sovan : 'ফিরে হয়ত আমার কাছে আসবেন', শোভনের তৃণমূলে ফেরার জল্পনায় ঘরে ফেরার স্বপ্ন দেখছেন রত্না

বৃহস্পতিবার শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তাঁদের এই মজলিশি আড্ডা ঘিরে বঙ্গ রাজনীতিতে উঠেছে নতুন প্রশ্ন। তবে কি চব্বিশের ভোটের আগে ঘাস-ফুল শিবিরের হয়ে নতুন উদ্যমে কাজে নামবেন শোভন?
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
তিনি আরও বলেন,' দলের জন্য ভাবেননি, অন্য দলে চলে গিয়েছিলেন। সেই দলেও ঠিকঠাক করে, যেটা ভেবে গিয়েছিলেন সেটা ফুলফিল হয়নি বলে... এ ঘর থেকে ওঘর, ওঘর থেকে সে ঘর...'

রত্না বলেন, উনি তো বরাবরই রাজনীতিতে ছিলেন। আমাদের বিয়ে হয়েছিল, যখন উনি কাউন্সিলর। মাঝখানে শোভনবাবুর একটা বিচ্যুতি ঘটল। তিনিও সরে গেলেন পলিটিক্স থেকে।
বেশ কয়েকবার শোভন-বৈশাখীর সঙ্গে রত্নার আক্রমণ পাল্টা আক্রমণের সাক্ষী থেকেছে বাংলার মানুষ। ঘরের কথা বারবার এসেছে প্রকাশ্যে, চলেছে কাদা ছোড়াছুড়ি।
বর্তমানে রত্না চট্টোপাধ্য়ায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে শোভন চট্টোপাধ্যায়ের। শোভনের তৃণমূলে ফেরার জল্পনায় ঘরে ফেরার স্বপ্ন দেখছেন রত্না।
'যেমন ধরুন বাস্তব জীবনেও...আমায় ছেড়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছেন,আবার বৈশাখী বন্দ্য়োপাধ্যায়ের থেকে ফিরে হয়ত আমার কাছে আসবেন।' বললেন রত্নার
শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরার জল্পনার মধ্যে কি বদলাবে ঘরোয়া সমীকরণও?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -