SSC Scam: হাতে-পায়ে বেড়ি, কয়েদিদের পোশাক পরে প্রতিবাদ নবান্ন অভিযানে, 'সত্যের মুখোমুখী মুখ্যমন্ত্রীকে আসতেই হবে..'
SSC Recruitment Scam: রিভিউ থেকে যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে রাজ্যের উদ্যোগের দাবি চাকরিহারাদের
হাতে-পায়ে বেড়ি, কয়েদিদের পোশাক পরে প্রতিবাদ, চাকরি ফেরাতে নবান্ন অভিযান, 'সত্যের মুখোমুখী মুখ্যমন্ত্রীকে আসতেই হবে..'
1/10
পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে আজ নবান্ন অভিযান। আজ যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযান।
2/10
হাওড়া স্টেশনের সামনে জড়ো হয়ে নবান্নর দিকে মিছিল করে যাওয়ার কর্মসূচি । যোগ্য শিক্ষকদের সসম্মানে স্বপদে পুনর্বহালের দাবি চাকরিহারা শিক্ষকদের ।
3/10
রিভিউ থেকে যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে রাজ্যের উদ্যোগের দাবি চাকরিহারাদের। আনটেন্টেড সার্টিফায়েড লিস্ট ও OMR শিট প্রকাশ করে রি-প্যানেলিংয়ের মাধ্যমে চাকরি ফেরানোরও দাবি।
4/10
হাওড়ার থেকে যেকটি রাস্তা, মূলত যে চারটি পয়েন্ট দিয়ে নবান্নে যাওয়া যায়, সেই চারটি পয়েন্ট কড়া নজরদারিতে রয়েছে।
5/10
বড়বড় গার্ডরেল নিয়ে আসা হয়েছে। এবং তার মাধ্যমে রাস্তাগুলিকে বন্ধ করে কার্যত কড়া নিরাপত্তা গড়ে তোলা হয়েছে।
6/10
হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্ত আধিকারিকরা সকালেই উপস্থিত হয়েছেন। এবং যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখেছেন।
7/10
রাস্তার ধারে কংক্রিটের পিলার তৈরি করে প্রায় ১৩-১৪ ফুট উঁচু গার্ডরেল বসানো হয়েছে। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি।
8/10
সম্প্রতি চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেছিলেন, আমরা সকলে একই নৌকোয় পা দিয়ে চলছি। যে নৌকোটা ডুবন্ত নৌকা। আর এই নৌকোটা ফুটো করে দিয়েছে SSC.।
9/10
চাকরিহারা শিক্ষাকর্মী বলেন, আমাদের একটা কথা। মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া আমরা আর কারোর সঙ্গেই সাক্ষাৎ করব না। কারণ এর আগে যতজন পদাধিকারী ব্যক্তি আমাদেরকে এই উত্তরগুলো দিয়েছেন, তাঁরা প্রত্যেকে ব্যর্থ হয়েছেন।
10/10
সম্প্রতি কুণাল ঘোষ বলেছিলেন, রাজ্য সরকার তো ওদের জন্য অনেকেই যাতে সুযোগ সুবিধা পায় নানারকম চেষ্টা করেছিল। কিন্তু ওরা বিপরীত শিবিরের সঙ্গে হাত মিলিয়ে নিজেরাই ঘেঁটে ফেলছে। অভিযানের অধিকার সকলেরই আছে, ওরাও করছে।
Published at : 14 Jul 2025 01:17 PM (IST)