Recruitment Scam: ৯ বছর ধরে নিয়োগ না হওয়ার অভিযোগ, শহরে দন্ডি কাটলেন চাকরিপ্রার্থীরা
নিয়োগের (Recruitment) দাবিতে দন্ডি (Dondi) কাটলেন চাকরিপ্রার্থীরা (Job Seekers)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদন্ডি কাটার দৃশ্য যুগ যুগ ধরে দেখে আসছে এশহর। নানা প্রার্থনায় নিজেকে অর্পণ করে নগরবাসী।
কিন্তু গত কয়েকবছরে এই ঐতিহ্যর মাঝেই এসে মিশেছে এক বিতর্কিত ইস্যু।
এই রাজ্যের বুকেই রাজনৈতিক দলবদলের শাস্তি হিসেবে দন্ডি কাটানোর অভিযোগ উঠেছিল দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur)।
আর এবার নিয়োগের দাবিতে বৃষ্টির মধ্যেই ধর্মতলায় দন্ডি কাটলেন চাকরিপ্রার্থীরা।
অবিলম্বে নিয়োগের দাবিতে এদিন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মিছিল হয়।
৯ বছর ধরে নিয়োগ না হওয়ার অভিযোগে ফের রাজপথে নামলেন চাকরিপ্রার্থীরা।
গতকাল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত চলে মিছিল, বিক্ষোভ।
সম্প্রতি SLST চাকরিপ্রার্থীদের পর পথে নেমেছিলেন ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।
সেদিন চাকরিপ্রার্থীদের (Job Seekers) বিক্ষোভ (Agitation) ঘিরে সল্টলেকে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -