Recruitment Scam: ৯ বছর ধরে নিয়োগ না হওয়ার অভিযোগ, শহরে দন্ডি কাটলেন চাকরিপ্রার্থীরা
Job Seekers on Recruitment: অবিলম্বে নিয়োগের দাবিতে এদিন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মিছিল হয়। ৯ বছর ধরে নিয়োগ না হওয়ার অভিযোগে ফের রাজপথে নামলেন চাকরিপ্রার্থীরা।
শহরে দন্ডি কাটলেন চাকরিপ্রার্থীরা
1/10
নিয়োগের (Recruitment) দাবিতে দন্ডি (Dondi) কাটলেন চাকরিপ্রার্থীরা (Job Seekers)।
2/10
দন্ডি কাটার দৃশ্য যুগ যুগ ধরে দেখে আসছে এশহর। নানা প্রার্থনায় নিজেকে অর্পণ করে নগরবাসী।
3/10
কিন্তু গত কয়েকবছরে এই ঐতিহ্যর মাঝেই এসে মিশেছে এক বিতর্কিত ইস্যু।
4/10
এই রাজ্যের বুকেই রাজনৈতিক দলবদলের শাস্তি হিসেবে দন্ডি কাটানোর অভিযোগ উঠেছিল দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur)।
5/10
আর এবার নিয়োগের দাবিতে বৃষ্টির মধ্যেই ধর্মতলায় দন্ডি কাটলেন চাকরিপ্রার্থীরা।
6/10
অবিলম্বে নিয়োগের দাবিতে এদিন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মিছিল হয়।
7/10
৯ বছর ধরে নিয়োগ না হওয়ার অভিযোগে ফের রাজপথে নামলেন চাকরিপ্রার্থীরা।
8/10
গতকাল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত চলে মিছিল, বিক্ষোভ।
9/10
সম্প্রতি SLST চাকরিপ্রার্থীদের পর পথে নেমেছিলেন ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।
10/10
সেদিন চাকরিপ্রার্থীদের (Job Seekers) বিক্ষোভ (Agitation) ঘিরে সল্টলেকে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল।
Published at : 08 Aug 2023 12:55 AM (IST)