Remal Cyclone Update: ধেয়ে আসছে রেমাল! আজ বাংলায় বৃষ্টি কোথায় কোথায়?
Cyclone Update: রবিবার থেকেই বাংলায় কিছু জেলায় বৃষ্টির দেখা মিলবে। সোমবার, ভোটের দিনও ভিজবে বাংলা
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/9
কদিন ধরেই তাপমাত্রা বাড়ছে বাংলায়। গরমও বেড়েছে। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর। এই বছর নির্ধারিত সময়ের আগে দেশে ঢুকছে বর্ষা। তার সঙ্গেই শোনা যাচ্ছে ঘূর্ণিঝড় 'রেমাল'-এর আশঙ্কাও। কী বলছেন আবহাওয়াবিদরা।
2/9
আবহবিদরা জানিয়েছেন, চলতি মাসের শেষের দিকে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় 'রেমাল'। বঙ্গোপসাগরেই তৈরি হতে পারে এই ঘূর্ণিঝড়, সম্ভাবনা রয়েছে প্রায় ৬০ শতাংশ।
3/9
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৩মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার মাঝারি সম্ভাবনা রয়েছে। ২৩ মে-র পর তা বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ও আন্দামান সাগরের উত্তরদিকে অবস্থান করতে পারে।
4/9
এই ঝড়ের নাম দিয়েছে ওমান। রেমাল শব্দের অর্থ বালি। এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগরে ২২মে তৈরি হতে পারে একটি নিম্নচাপ বলয়। মধ্য বঙ্গোপসাগরে তা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভবনা রয়েছে ৬০ শতাংশ।
5/9
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, 'দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ২৩ মে নিম্নচাপ হবার মাঝারি সম্ভাবনা রয়েছে। শক্তি বাড়ানোর মতো সমস্ত পরিস্থিতি তৈরি হলে পরবর্তী সময় আরও শক্তি বাড়িয়ে এটি নিম্নচাপ, তারপর গভীর বা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে, গভীর নিম্নচাপ হলেও তা পশ্চিমবঙ্গে প্রভাব ফেলার সম্ভাবনা যথেষ্ট কম।'
6/9
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার পঞ্চম দফা ভোটের দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
7/9
পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি । কলকাতা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
8/9
পাশাপাশি রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং সহ ওপরের দিকের পাঁচ জেলায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি।
9/9
সোমবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলাতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। মঙ্গলবারও উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গের সব জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা।
Published at : 19 May 2024 11:58 AM (IST)