RG Kar Case: ফের CGO কমপ্লেক্স অভিযান, 'আর কতদিন সময় চাই, জবাব দাও CBI..'
৮৭ দিন পার, এখনও মেলেনি বিচার। দ্রুত তদন্ত শেষের দাবিতে ফের সিজিও কমপ্লেক্স অভিযান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'সিটিজেন্স ফর জাস্টিস' ব্যানারে সিবিআই দফতর অভিযানে মহিলারা।
'আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই' ,সল্টলেকের করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল।
একদিকে যখন আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের মামলায় সঞ্জয় রায়ের বিরুদ্ধে শুরু হল চার্জ গঠনের প্রক্রিয়া।
অন্য়দিকে তখন সিবিআইয়ের ওপর চাপ বৃদ্ধি করতে এবং বাকি অপরাধীদের নাম চার্জশিটে যোগ করার দাবিতে পথে নামল মহিলারা।
'জাগো নারী, জাগো বহ্নিশিখার' ব্য়ানারে করুণাময়ী থেকে সিবিআইয়ের দফতর পর্যন্ত চলল মিছিল। উঠল স্লোগান।
জাগো নারী জাগো বহ্নিশিখার নামের সংগঠনের ডাকে মহিলাদের সিজিও কমপ্লেক্স ঘেরাও অভিযান।
গত মাসেই আর জি কর মেডিক্য়ালের তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় প্রথম চার্জশিট পেশ করে সিবিআই।
তাতে নাম ছিল ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম। সেই নিয়ে প্রশ্ন তুলে আগেই পথে নেমেছে বিভিন্ন অরাজনৈতিক সংগঠন।
জেলবন্দি সঞ্জয়ের বিরুদ্ধেই মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ এনেছে সিবিআই। ১০ অগাস্ট যাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -