RG Kar Case: লালবাজার অভিযান বামেদের, ফের বসল লৌহ প্রাচীর, 'পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে..'

Left Front Lal Bazar Abhijan On RG Kar Case: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ফের লালবাজার অভিযান বামেদের। লালবাজার অভিযান রুখতে ফিয়ার্স লেনে পুলিশের ব্যারিকেড।

Continues below advertisement
Left Front Lal Bazar Abhijan On RG Kar Case: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ফের লালবাজার অভিযান বামেদের। লালবাজার অভিযান রুখতে ফিয়ার্স লেনে পুলিশের ব্যারিকেড।

বামেদের লালবাজার অভিযান

Continues below advertisement
1/10
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ফের লালবাজার অভিযান বামেদের।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ফের লালবাজার অভিযান বামেদের।
2/10
লালবাজার অভিযান রুখতে ফিয়ার্স লেনে পুলিশের ব্যারিকেড।
3/10
ইতিমধ্যেই কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এসে পৌঁছেছেন।
4/10
বামেদের রুখতে কড়া নিরাপত্তা। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
5/10
সেই লৌহ প্রাচীর , সেপ্টেম্বরের শুরুতে ডাক্তারদের রুখতে যে প্রাচীর ব্যবহার করা হয়েছিল। এদিনও সেগুলি রাস্তায় বসানো হয়েছে।
Continues below advertisement
6/10
আজ পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে বামেদের লালবাজার অভিযান।
7/10
এদিন লালবাজার অভিযানে সামিল হন বিমান বসু, নিশানা করেন সিপিকে।
8/10
এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান রাখা হয়েছে।
9/10
এর আগেও আরজি কর কাণ্ডের বিচার চেয়ে বামেরা লালবাজার অভিযানে নেমেছিল বামেরা।
10/10
সিপি-র পদে থাকার কোনও যোগ্যতা নেই, বলেন বামেদের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী।
Sponsored Links by Taboola