RG Kar Case: লালবাজার অভিযান বামেদের, ফের বসল লৌহ প্রাচীর, 'পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে..'

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ফের লালবাজার অভিযান বামেদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
লালবাজার অভিযান রুখতে ফিয়ার্স লেনে পুলিশের ব্যারিকেড।

ইতিমধ্যেই কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এসে পৌঁছেছেন।
বামেদের রুখতে কড়া নিরাপত্তা। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সেই লৌহ প্রাচীর , সেপ্টেম্বরের শুরুতে ডাক্তারদের রুখতে যে প্রাচীর ব্যবহার করা হয়েছিল। এদিনও সেগুলি রাস্তায় বসানো হয়েছে।
আজ পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে বামেদের লালবাজার অভিযান।
এদিন লালবাজার অভিযানে সামিল হন বিমান বসু, নিশানা করেন সিপিকে।
এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান রাখা হয়েছে।
এর আগেও আরজি কর কাণ্ডের বিচার চেয়ে বামেরা লালবাজার অভিযানে নেমেছিল বামেরা।
সিপি-র পদে থাকার কোনও যোগ্যতা নেই, বলেন বামেদের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -