RG Kar Case: RG কর-কাণ্ডে আজ 'সুপ্রিম' শুনানির আগে ফের রাত দখল, প্রতিবাদের ঢেউ কলকাতা থেকে জেলায়
এক মাস পার, অধরা বিচার। আর জি কর-কাণ্ডে আজ সুপ্রিম কোর্টে শুনানির আগে ফের রাত দখল। কলকাতা থেকে জেলা, আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর জি কর মেডিক্যালে চিকিৎসককে ভয়াবহ ধর্ষণ-খুনের এক মাস পার। অধরা বিচার। আজ সুপ্রিম কোর্টে দ্বিতীয় শুনানি। তদন্ত এগোল কতদূর? স্টেটাস রিপোর্ট দেবে সিবিআই।
বিচারের দাবিতে রাজপথে জন-গর্জন। এবার রাত থেকে ভোর দখল। কলকাতা থেকে জেলা, ফের আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ।
ফের রাতের রাজপথে জ্বলল মশাল। শ্যামবাজার থেকে সোদপুর, ১৪ কিলোমিটার মানব বন্ধন। লক্ষ কণ্ঠে এক স্বর, জাস্টিস ফর আর জি কর।
ফের রাজ্যজুড়ে রাতদখল। মোমবাতি থেকে মশাল, গানে-স্লোগানে প্রতিবাদ। রাজপথে ক্যানভাস।
ধর্মতলায় ডাক্তারদের মঞ্চে কান্নায় ভেঙে পড়ল মৃতের পরিবার। স্লোগান বদলের ডাক মৃত চিকিৎসকের পরিবারের।
বিশ্বজুড়ে উঠেছে ঝড়, জাস্টিস ফর আর জি কর। সাতসমুদ্র পারেও প্রতিবাদের ঢেউ। নর্থ ক্যারোলিনা থেকে আটলান্টা, মার্কিনমুলুকে মানব-বন্ধন।
একটা সরকারের বিরুদ্ধে এত ক্ষোভ, এত অনাস্থা আগে দেখিনি। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে তৃণমূলের সাংসদ পদ ছাড়ার ঘোষণা জহর সরকারের।
রাজ্য মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকুন, প্রয়োজনে পুলিশ কমিশনারকে সরিয়ে দিন। আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই মুখ্যমন্ত্রীকে বার্তা রাজ্যপালের, খবর রাজভবন সূত্রে।
আর জি কর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি চেয়ে ইডি-কে চিঠি বিজেপি সাংসদের। স্বাস্থ্য কেলেঙ্কারিতে সন্দীপের মতো মমতাও জড়িত। দাবি জ্যোতির্ময় সিংহ মাহাতোর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -