RG Kar Case: RG কর কাণ্ডের প্রতিবাদে এবার মিছিল রিকশ চালকদের
কলকাতার নানা সময়ের নানা ঘটনার সাক্ষী তারা। ঐতিহ্যও বটে। রিয়েল থেকে রিল সব জায়গায় স্থান নিয়েছে, শহরের এই হাতে টানা রিকশ । এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামল তাঁরাও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতীব্র তাপপ্রবাহ থেকে প্রবল বর্ষণ, এমনকি হাড় কাঁপানো শীতেও তারা প্রতিনিয়ত এশহরকে পরিষেবা দিয়ে চলেছে। আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের কাণ্ডে প্ল্যাকার্ড নিয়ে এবার মিছিলে সামিল টানা রিকশ।
আর জি করকাণ্ডের প্রতিবাদে হেদুয়া থেকে কলেজস্ট্রিট পর্যন্ত মিছিল রিকশ চালকদের। কলেজ স্ট্রিট মোড় অবরোধ।
বলার অপেক্ষা রাখে না, এমন দৃশ্য আগে কখনও দেখেনি এশহর। আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবাদের বহর ক্রমশই বেড়ে চলেছে।
এদিকে বৃষ্টির মাঝেই আকাশে পেজা তুলো মেঘ ভেসে বেড়াচ্ছে। কাশ ফুল ফোঁটার অপেক্ষায়। এদিকে পুজোর আগে অনেক ক্লাবই এবার রাজ্য সরকারের টাকা ফিরিয়েছে।
আর এবার আর জি করকাণ্ডের প্রতিবাদে কুমোরটুলি থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল মৃৎশিল্পীদের।
আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এই আবহে আজ আমেরিকা, ব্রিটেন-সহ বিশ্বের বিভিন্ন দেশে একাধিক জায়গায় বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
প্রতিটি দেশেই স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৫টায় এই বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। বিশ্বজুড়ে মানববন্ধন কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে।
কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘বিশ্বজুড়ে উঠেছে ঝড়, জাস্টিস ফর আর জি কর’।
আমেরিকা, ব্রিটেন, কানাডার পাশাপাশি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, সুইৎজারল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্র, স্পেন, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, তানজানিয়া, জাপান-সহ দেশে দেশে এই কর্মসূচি পালন করা হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -