RG Kar Case : মৃতদেহ উদ্ধার সবে, পুলিশের সামনেই সেমিনার রুমে বহিরাগতরাও! চমকে দেবে ভাইরাল ভিডিও

RG Kar Case : ভাইরাল হওয়া এই ভিডিওয় দেখা গিয়েছে, নিয়ম - নীতি শিকেয় । ধর্ষিতা - নির্যাতিতার দেহ পড়ে , আর সেখানে গিজগিজ করছে ভিড়।

তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ১৮ দিন পর সেমিনার হলের ভিডিও ভাইরাল

1/10
তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ১৮ দিন পর এবার চমকে দিল সেমিনার রুমের ভিডিও । সামনে নির্যাতিতার দেহ পড়ে, যিনি কি না ওই হাসপাতালেরই জুনিয়র ডাক্তার...আর তা দেখতে জমে গিয়েছে থিকথিকে ভিড়।
2/10
নির্যাতিতার দেহ যে অবস্থায় পাওয়া গিয়েছিল, তাতে এটুকু পরিষ্কার ছিল স্বাভাবিক মৃত্যু নয়। তাঁর শরীরের বস্ত্র ছিল না ঠিকঠাক অবস্থায়, ছিল একাধিক আঘাত, তাই যৌন নির্যাতন হয়ে থাকতে পারে, এমন একটা সন্দেহের অবকাশ তো ছিলই। তা সত্ত্বেও পুলিশ দেহ দেখা মাত্র অপরাধস্থল সিল করেনি।
3/10
ভাইরাল হওয়া এই ভিডিওয় দেখা গিয়েছে, নিয়ম - নীতি শিকেয় । ধর্ষিতা - নির্যাতিতার দেহ পড়ে , আর সেখানে গিজগিজ করছে ভিড়। ৩০ - ৪০ জন ঢুকছে, বেরোচ্ছে। নেই কোনও বাধা। এই চাঞ্চল্যকর ভিডিও তুলে দিয়েছে নানা প্রশ্ন।
4/10
গত ৮ অগাস্ট রাতে আরজি কর হাসপাতালে ঘটে যায় সেই নৃশংস ঘটনা। ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে ঘটনাটি ঘটে ভোর রাত অর্থাৎ ৪ টের আশেপাশে। সেই ভয়ঙ্কর ঘটনার পর সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল দেহ। আর সেখানেই দেহ উদ্ধারের পর স্রোতের মতো ঢুকতে থাকে লোকজন, তার মধ্যে ছিলেন সন্দীপ ঘনিষ্ঠরাও।
5/10
মেডিক্যাল কলেজের মধ্যে সেমিনার রুমে একজন অন-কল-ডিউটিরত চিকিৎসকের দেহ উদ্ধারের পর কীভাবে একসঙ্গে এত বাইরের লোক সেখানে ঢুকে পড়ে , উঠছে প্রশ্ন।
6/10
ভিডিওতে দেখা গিয়েছে, সেখানে ততক্ষণে হাজির ছিল পুলিশও। কিন্তু তাদের কোনও নিয়ন্ত্রণই ছিল নাসেখানে আসা - যাওয়া করা মানুষের উপর। মৃতদেহ উদ্ধারের পর , অপরাধস্থল আগে সিল করে দেওয়ার কথা। নইলে এভাবে লোক চলাচল করলে তথ্যপ্রমাণ লোপাট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
7/10
বিশেষজ্ঞরা বলছেন, অপরাধের তদন্তের ক্ষেত্রে একটা চুল পাওয়া গেলেও, সেটা অনেক বড় সূত্র। সেখানে কিন্তু দেহ উদ্ধারেরর পর মুহূর্তে এত মানুষ ঢুকে পড়লে প্রমাণ কি আর অবিকৃত থাকবে , উঠছে প্রশ্ন।
8/10
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সেমিনার রুমে নিয়ন্ত্রণের কোনও চিহ্নমাত্র নেই। রয়েছেন হাসপাতালের একাধিক কর্তাব্যক্তিও।
9/10
সেখানে হাজির ছিলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আপ্তসহায়কও। আর জি কর হাসপাতালে আর্থিক অনিয়ম-মামলায় ইতিমধ্যেই নাম উঠে এসেছে দেবাশিস সোমের। সেই দেবাশিসও সেদিন ছিলেন সেখানে।
10/10
দেবাশিস সোমও দেহ উদ্ধারের পর গিয়েছিলেন সেমিনার হলে। ছিলেন এক আইনজীবীও , যাঁর নাম শান্তনু দে। তিনি কেন সেখানে হাজির হলেন, উঠছে প্রশ্ন।
Sponsored Links by Taboola