RG Kar Case: জুনিয়রদের আন্দোলনকে কুর্নিশ, বৃষ্টি মাথায় বাইপাসের প্রায় ১৪ কিমি রাস্তায় মানববন্ধন সিনিয়র চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের
জুনিয়র চিকিৎসকদের একটানা ২২ ঘণ্টার অবস্থান আন্দোলনের চাপে অবশেষে সরে পুলিশের ব্য়ারিকেড।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়ে বৃষ্টি মাথায় ইএম বাইপাসে মানব বন্ধন করলেন সিনিয়র চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
ন্য়াশনাল মেডিক্য়াল কলেজ হাসপাতালে গণ কনভেনশনে জনিয়র চিকিৎসকদের আন্দোলনকে কুর্নিশ জানালেন সিনিয়র চিকিৎসকরা।
রাতভর অবস্থান। ২২ ঘণ্টার আন্দোলনের চাপে সরে যায় ব্য়ারিকেড। জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদের কাছে মাথা নত করে পুলিশ।
আর তখন শহরের অন্য়প্রান্তে বৃষ্টি মাথায় সাধারণ মানুষের বিন্দুমাত্র সমস্য়া না করে ই এম বাইপাসের একটা ধারে প্রায় ১৪ কিলোমিটার রাস্তায় মানববন্ধন করলেন সিনিয়র চিকিৎসকরা! সঙ্গ দিলেন অসংখ্য় স্বাস্থ্য়কর্মী।
হাতে হাত ধরে ন্যায় বিচারের দাবিতে স্লোগান তোলেন তাঁরা। দীর্ঘ এই মানববন্ধনের উল্লেখযোগ্য বিষয় , কোনও যানজট ছাড়াই শান্তিপূর্ণভাবে 'তিলোত্তমার' খুনের বিচারের দাবিতে সরব হলেন তাঁরা।
এক আন্দোলনকারী স্পষ্ট ভাষায় বললেন, 'তদন্তে খুশি না। আসল দোষীদের এখনও গ্রেফতার করা হয়নি। তাই এই তদন্তে আমরা খুশি নই। আসল দোষীরা এখনও ঘুরে বেড়াচ্ছেন। সেই জন্য আমরা এই প্রতিবাদ চালিয়ে যাচ্ছি।'
বেলেঘাটা থেকে আনন্দপুর হয়ে পাটুলি। নিহত চিকিৎসকের সুবিচারের দাবিতে সুশৃঙ্খলা-নীরব আন্দোলনের সাক্ষী হল কলকাতা।
তিলোত্তমার জন্যই পথে নামলেন শহরের চিকিৎসক থেকে শুরু করে নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
সব মিলিয়ে আর জি কর মেডিক্য়ালে চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে প্রতিদিনই প্রতিবাদের নিত্য়নতুন রূপ দেখতে পাচ্ছে মহানগর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -