RG Kar Case: RG কর-কাণ্ডে অব্যাহত প্রতিবাদ, বিচার চেয়ে বাবুঘাটে জ্বলল হাজার প্রদীপ
রাত থেকে ভোর, সন্ধে পেরিয়ে আরও একটা রাত। আর জি কর-কাণ্ডে অব্যাহত পথে প্রতিবাদ।চিকিৎসক ধর্ষণ-খুনে বিচার চেয়ে বাবুঘাটে জ্বলল হাজার প্রদীপ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাত থেকে ভোর পেরিয়ে আরও একটা রাত। আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে পথে মানুষ।
মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনীর সুরে হয় প্রতিবাদ। ঘাটে ঘাটে তর্পণ, তিলোত্তমার বিচারের দাবিতে জলে ভাসানো হয় প্রতিবাদের প্রদীপ। প্রবল বৃষ্টির মধ্যেই বেহালায় অভয়ালয়া।
রাস্তার ধারে মানববন্ধন প্রতিবাদীদের। সবার হাতে উড়ল জাতীয় পতাকা।
ভোরের বর্ধমান দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক। এই স্লোগান দিয়ে মহালয়ায় ভোর দখল করলেন নাগরিকরা।
বর্ধমান শহরের কার্জন গেট এলাকায় মানববন্ধন। শিল্পীরা আঁকলেন ছবি, কেউ ধরলেন গান, তার সঙ্গেই জ্বালানো হল প্রদীপ।
চুঁচুড়া আর শ্রীরামপুরেও মহালয়ায় ভোর দখল। ঢাক বাজিয়ে, নাচের তালে প্রতিবাদ জানালেন মহিলারা।
প্ল্যাকার্ড নিয়ে শ্রীরামপুর বটতলা থেকে মিছিল করে গঙ্গার ঘাটে এলেন তাঁরা। চুঁচুড়াতেও হল প্রতিবাদ মিছিল।
নদিয়ার চাকদাতেও ঢাকের বোলে ধ্বনিত হল প্রতিবাদ। সঙ্গে স্লোগান, তোমার স্বর, আমার স্বর, জাস্টিস ফর আর জি কর।মহিলা ঢাকিদের নিয়ে প্রতিবাদ মিছিলের নেতৃত্বে মহিলারা।
কোচবিহার দেবী বাড়ি মন্দিরে সামনে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ভোর দখল। ঢাক-ঢোল-কাঁসর বাজিয়ে প্রতিবাদের বার্তা দিলেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ। চিকিৎসককে ধর্ষণ-খুনে ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত উৎসবে ফিরছি না, জানালেন প্রতিবাদীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -