RG Kar Case: RG কর-কাণ্ডে অব্যাহত প্রতিবাদ, বিচার চেয়ে বাবুঘাটে জ্বলল হাজার প্রদীপ
RG Kar Case Babughat: রাত থেকে ভোর, সন্ধে পেরিয়ে আরও একটা রাত। আর জি কর-কাণ্ডে অব্যাহত পথে প্রতিবাদ।চিকিৎসক ধর্ষণ-খুনে বিচার চেয়ে বাবুঘাটে জ্বলল হাজার প্রদীপ।
বাবুঘাটে জ্বলল হাজার প্রদীপ
1/10
রাত থেকে ভোর, সন্ধে পেরিয়ে আরও একটা রাত। আর জি কর-কাণ্ডে অব্যাহত পথে প্রতিবাদ।চিকিৎসক ধর্ষণ-খুনে বিচার চেয়ে বাবুঘাটে জ্বলল হাজার প্রদীপ।
2/10
রাত থেকে ভোর পেরিয়ে আরও একটা রাত। আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে পথে মানুষ।
3/10
মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনীর সুরে হয় প্রতিবাদ। ঘাটে ঘাটে তর্পণ, তিলোত্তমার বিচারের দাবিতে জলে ভাসানো হয় প্রতিবাদের প্রদীপ। প্রবল বৃষ্টির মধ্যেই বেহালায় অভয়ালয়া।
4/10
রাস্তার ধারে মানববন্ধন প্রতিবাদীদের। সবার হাতে উড়ল জাতীয় পতাকা।
5/10
ভোরের বর্ধমান দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক। এই স্লোগান দিয়ে মহালয়ায় ভোর দখল করলেন নাগরিকরা।
6/10
বর্ধমান শহরের কার্জন গেট এলাকায় মানববন্ধন। শিল্পীরা আঁকলেন ছবি, কেউ ধরলেন গান, তার সঙ্গেই জ্বালানো হল প্রদীপ।
7/10
চুঁচুড়া আর শ্রীরামপুরেও মহালয়ায় ভোর দখল। ঢাক বাজিয়ে, নাচের তালে প্রতিবাদ জানালেন মহিলারা।
8/10
প্ল্যাকার্ড নিয়ে শ্রীরামপুর বটতলা থেকে মিছিল করে গঙ্গার ঘাটে এলেন তাঁরা। চুঁচুড়াতেও হল প্রতিবাদ মিছিল।
9/10
নদিয়ার চাকদাতেও ঢাকের বোলে ধ্বনিত হল প্রতিবাদ। সঙ্গে স্লোগান, তোমার স্বর, আমার স্বর, জাস্টিস ফর আর জি কর।মহিলা ঢাকিদের নিয়ে প্রতিবাদ মিছিলের নেতৃত্বে মহিলারা।
10/10
কোচবিহার দেবী বাড়ি মন্দিরে সামনে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ভোর দখল। ঢাক-ঢোল-কাঁসর বাজিয়ে প্রতিবাদের বার্তা দিলেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ। চিকিৎসককে ধর্ষণ-খুনে ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত উৎসবে ফিরছি না, জানালেন প্রতিবাদীরা।
Published at : 02 Oct 2024 09:16 PM (IST)