RG Kar News : 'বারবার বলছে, আমি জানি না', এরই মধ্যে CBI পেয়ে গেল সঞ্জয় সম্পর্কে বিরাট তথ্য
আর জি কর মেডিক্য়াল কলেজের সদ্য় প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে CBI. সিবিআই সূত্রে দাবি, সন্দীপ ঘোষের বক্তব্যে সন্তুষ্ট নয় তারা। সিবিআই সূত্রে দাবি, আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ তথ্য গোপন করতে চাইছেন। তাঁর বয়ানের সঙ্গে সাক্ষীদের বয়ানে বিস্তর অমিল রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএরই মধ্যে উঠে এল সঞ্জয় রায় সম্পর্কে বিরাট তথ্য। সঞ্জয় রায়ই এখনও পর্যন্ত একমাত্র ধৃত এই ঘৃণ্য অপরাধে। সেই সঞ্জয়ের গতিবিধি খুঁটিয়ে দেখছে সিবিআই।
সঞ্জয়ের থেকে কীভাবে তথ্য বের করে নেওয়া হচ্ছে ? জানা যাচ্ছে, সঞ্জয়কে জেরার সময় তার সাইকো অ্য়ানালিসিস টেস্ট করা হচ্ছে। সেখানে বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় সঞ্জয়ের শরীর ও কথাবার্তায় কোনও পরিবর্তন হচ্ছে কি না।
সাইকো অ্য়ানালিসিস টেস্টের সময় বিশেষজ্ঞরা দেখছেন, তার বডি টেম্পারেচার কমছে না বাড়তে। ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে কিনা । কোনও প্রশ্নের উত্তর দিতে গিয়ে কি নার্ভাস হয়ে পড়ছেন সঞ্জয়? নজর রাখছেন গোয়েন্দারা।
দেখা হচ্ছে, তার ঘাম হচ্ছে কিনা বা কোনও প্রশ্নের উত্তর দিতে গিয়ে তার চেহারাগত কোনও পরিবর্তন হচ্ছে কি না। তবে জানা যাচ্ছে, সঞ্জয়ের কাছ থেকে অনেক কিছুরই সদুত্তর দিচ্ছে না।
এবার টানা জেরা, সাইকো অ্যানালিসিস , ইত্যাদির পরও যখন কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায় না, তখন ভরসা থাকে পলিগ্রাফ টেস্ট। কিন্তু যে কারও পলিগ্রাফ টেস্ট চাইলেই করা যায় না। আদালতের অনুমতি লাগে, লাগে যার পলিগ্রাফ টেস্ট করা হবে, তার অনুমতিও।
এখন সঞ্জয়ের থেকে কী কী তথ্য বের করা যায়, চেষ্টা চালিয়ে যাচ্ছে সিবিআই। অন্যদিকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকেও।
এছাড়াও জানা যাচ্ছে, ঘটনার দিন হাসপাতালে তিনবার এসেছিল সঞ্জয়। তবে কি তার আগেও বারবার সঞ্জয় এভাবেই হাসপাতালে অবাধ বিচরণ করত? তাহলে কি আগে থেকেই সঞ্জয় রেকে করে রেখেছিল এই অপরাধ ঘটাবে বলে?
উঠে আসছে একাধিক সম্ভাবনা। ঘটনার দিন কেন বারবার হাসপাতালে এসেছিল সঞ্জয়, জানতে আর জি কর মেডিক্যালের একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -