RG Kar Case : কোন কোন পথ পেরিয়ে আজ রায় ঘোষণা আর জি কর মামলার? পেছন ফিরে দেখা ৫ মাস ৯ দিন

একটা একটা করে পাঁচটা মাস পেরিয়ে গেছে। শনিবার আর জি কর মামলার রায় ঘোষণা করবে শিয়ালদা কোর্ট। কিন্তু সব প্রশ্নের উত্তর কি মিলল ? সঞ্জয় রায়ের শাস্তি কি এই অন্যায়ের ক্ষতয় মলম দিতে পারবে ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
২০২৪ সালের ৯ অগাস্ট। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। কে বা কারা ধর্ষণকারী-খুনি? খুনে কারা সঙ্গ দিয়েছিল? উদ্দেশ্য় কী?প্রশ্নের উত্তর খুঁজতে নেমে প্রথমে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ!

তারপর তদন্ত যায় সিবিআই-এর হাতে। হাইকোর্ট হয়ে মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টে। সেই ধর্ষণ-খুনের ঘটনার ৫ মাস ৯ দিন অর্থাৎ ১৬২ দিন পর শনিবার মামলায় রায় ঘোষণা করবে শিয়ালদা আদালতে।
আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের মৃত্য়ু ঘিরে বেনজির নাগরিক আন্দোলনের সাক্ষী হয়েছে বাংলা। রাত দখল থেকে শুরু করে শিরদাঁড়া হাতে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান।
১৪ অগস্ট ‘মেয়েদের রাত দখল’-এর দিন ভাঙচুর চালানো হয় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। তারপর থেকে নাগরিক সমাজের আন্দোলন আরও দ্রুত শহর থেকে গ্রাম, পাহাড় থেকে সমুদ্র, রাজপথ থেকে মফঃস্বল অবধি ছড়িয়ে পড়ে। অনশনে বসেন জুনিয়র চিকিৎসকরা।
শেষ পর্যন্ত ২১ অক্টোবর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পরে অনশন আন্দোলন প্রত্যাহার করে নেন জুনিয়র ডাক্তারেরা। কিন্তু, তারপর আন্দোলনের ঝাঁঝ কমলেও পুঞ্জীভূত ক্ষোভ কমেনি!
মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের কখনও মিটিং ভেস্তে যাওয়া, কখনও মিটিং হওয়া, শেষ অবধি আন্দোলনকারীদের দাবি মেনে পুলিশ কমিশনার থেকে ডিসি, স্বাস্থ্য অধিকর্তাদের সরানোরও সাক্ষী হয়েছে এই শহর।
ধর্ষণ-খুন মামলায় একমাত্র সঞ্জয় রায়ের বিরুদ্ধেই চার্জশিট দেয় CBI । সেই চার্জশিটের ভিত্তিতে মামলার চার্জ গঠন করে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছিল গত ১১ নভেম্বর। তার দু’মাস পর রায় ঘোষণা ঘোষণা করবেন বিচারক বিচারক অনির্বাণ দাস।
কলকাতা পুলিশের পথেই সিবিআই হাঁটছে, বিশেষ কাউকে আড়াল করা হচ্ছে, সঞ্জয় রায়ের একার পক্ষে এই কাণ্ড ঘটানো সম্ভব নয়,এই অভিযোগে ফের রাস্তায় নেমেছে চিকিৎসক থেকে নাগরিক সমাজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -