Nay Bicher Yatra: সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত ন্যায় বিচার যাত্রায় জনজোয়ার

শুক্রবার রাতে জুনিয়র চিকিৎসকদের তরফে এই ন্যায় বিচার যাত্রার ডাক দেওয়া হয়েছিল। শনিবার দুপুরে তা শুরু হয়েছিল উত্তর ২৪ পরগনার সোদপুর থেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
অভয়ার মৃত্যুর সুবিচার সহ ১০ দফা দাবি পূরণের উদ্দেশ্যে রাজ্য সরকারের ওপর চাপ বৃদ্ধির জন্য এই কর্মসূচির ডাক দিয়েছিল আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।

সেই ডাকে সাড়া দিয়ে শনিবার সোদপুর থেকে ধর্মতলার অনশন মঞ্চ পর্যন্ত ন্যায় বিচার যাত্রা হল।
এই ন্যায় বিচার যাত্রায় জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের সঙ্গে যোগ দিয়েছিলেন নার্স সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরাও।
শুক্রবারই এই মিছিলে অংশ নেওয়ার জন্য নাগরিক সমাজ ও বিভিন্ন সংগঠনকে কোনও রাজনৈতিক পতাকা ছাড়া যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছিল জুনিয়র চিকিৎসকদের তরফে।
সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত ২১ কিলোমিটার রাস্তায় আট ঘণ্টা ধরে পায়ে হেঁটে আসেন ন্যায় বিচার যাত্রায় যোগ দেওয়া সবাই।
এই ন্যায় বিচার যাত্রা যত এগোতে থাকে ততই সাধারণ মানুষ যোগ দিতে থাকেন এতে।
এর ফলে এই ন্যায় বিচার যাত্রা যখন ধর্মতলায় এসে পৌঁছায় তখন দেখা গেল জনজোয়ার।
সাধারণ মানুষের এই যোগদানে আপ্লুত আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।
রাস্তায় মিছিল করতে করতে আসার পর অন্ধকার নেমে গেলে যাত্রায় অংশ নেওয়া সবাইকে তাঁদের মোবাইল টর্চ জ্বালিয়ে হাঁটতে দেখা যায়।
ন্যায় বিচার যাত্রা চলাকালীনই আগামী সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আবেদন জানিয়ে জুনিয়র চিকিৎসকদের একটি ই-মেল পাঠানো হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -