IMA On RG Kar Case: 'কেন্দ্রীয় সুরক্ষা আইন আনার দাবি..', RG Kar কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতির ডাক IMA-র
আজ থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্য়াল অ্য়াসোসিয়েশন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর জি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ধটনার প্রতিবাদে এবং কর্মরত মহিলা চিকিৎসক, স্বাস্থ্য়কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সুরক্ষা আইন আনার দাবি
শনিবার কর্মবিরতির ডাক দিয়েছে দিল্লি AIIMS-র ফ্য়াকাল্টি অ্য়াসোসিয়েশন।
AIIMS এর ডিরেক্টরকে চিঠি লিখে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তাঁরা।
নোটিসে জানানো হয়েছে জরুরি বিভাগ ছাড়া, বর্হিবিভাগ, ওটি, ল্য়াবরেটরি বন্ধ থাকবে।
পিজিআই চন্ডীগড়ের তরফেও সার্কুলার জারি করে জানানো হয়েছে ইন্ডিয়ান মেডিক্য়াল অ্য়াসোসিয়েশনের তরফে যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে তাতে সমর্থন জানিয়ে শনিবার বর্হিবিভাগ, রুটিন অস্ত্রোপচার বন্ধ রাখা হবে।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে কর্মবিরতির ডাক IMA-র। এদিন প্ল্যাকার্ডে স্লোগানে প্রতিবাদে মুখরিত সারা দেশ।
নিহত মহিলা চিকিৎসকের প্রতীকী ছবিতে শ্রদ্ধাও জানিয়েছেন তাঁরা। দোষীদের শাস্তি ও পর্যাপ্ত নিরাপত্তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
আর জি কর মেডিক্য়াল কলেজের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে রাজ্যের স্বাস্থ্য় ও পরিবার কল্য়াণ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে চিঠি লিখেছে ফ্য়ামিলি ফিজিশিয়ান অ্য়াসোসিয়েশন কলকাতা।
অন্য়দিকে কর্মবিরতির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস্ ফোরাম, অ্য়াসোসিয়েশন অফ হেলথ্ সার্ভিস ডক্টরস সহ বিভিন্ন চিকিৎসক সংগঠন। RG কর মেডিক্যাল কলেজ-কাণ্ডে তোলপাড় গোটা দেশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -