RG Kar Doctor's Death: বৃষ্টি মাথায় নিয়েই স্বাধীনতার মধ্যরাতে, 'রাত দখলে মেয়েরা', গাইলেন জাতীয় সঙ্গীত..
আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের খুনের প্রতিবাদে, স্বাধীনতার মধ্য়রাতে, 'রাত দখলে মেয়েরা'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতা থেকে জেলা-দিকে দিকে প্রতিবাদ শুরু হয়েছে। শাঁখ-উলুধ্বনী দিয়ে সরব মহিলারা।
কলকাতা, আসানসোল, শিলিগুড়ি মুর্শিদাবাদ, রানিগঞ্জ, ঠাকুরনগর, বাসন্তী, হুগলির চন্দননগর, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, রানাঘাটে চলছে প্রতিবাদ।
'We Want Justice', মোবাইলে টর্চ জ্বালিয়ে, কোথাও মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবি জানাচ্ছেন মহিলারা।
এদিকে দেখতে দেখতেই ঘড়ির কাটায় রাত ১২ টা বাজতেই স্বাধীনতা দিবসে সমবেতভাবে জাতীয় সঙ্গীত গাইলেন প্রতিবাদী মহিলারা।
আরজি কর হাসপাতালের ঘটনায় প্রতিবাদ ছড়াচ্ছে সর্বত্র। রাজ্য ছাড়িয়ে রাজধানী দিল্লি, সর্বত্র আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ।
সম্প্রতি কলকাতাতেও মিছিলে পা মেলান সংস্কৃতি জগতের বিশিষ্টরা। মিছিলে হাঁটেন বিশিষ্ট চিকিৎসকরাও।
আছড়ে পড়ছে বিক্ষোভের ঢেউ, উঠছে মুর্হুমুহ স্লোগান। এদিক, এই প্রেক্ষাপটে রাতের পথ দখলে মহিলারা। এই সংক্রান্ত পোস্টে ছেয়ে গেছে সোশাল মিডিয়া।
পোশাকী নাম দেওয়া হয়েছে 'মেয়েরা রাত দখল করো'। যাদবপুর, অ্য়াকাডেমি, কলেজ স্ট্রিটে একই সঙ্গে জমায়েত করছেন মহিলারা।
মেয়েরা রাত দখল করো, the night is yours.. আহ্বানকারীদের দাবি একটাই 'জাস্টিস ফর আর জি কর।' দিকে দিকে চলছে তোড়জোড়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -