RG Kar Incident: বিনীত গোয়েলের ইস্তফা চেয়ে ফুল হাতে ডাক্তারদের মিছিলে অস্ত্র 'স্লোগান', রুখতে ৯ ফুটের ব্যারিকেড পুলিশের
আরজি কর-কাণ্ডে আন্দোলনের ঝাঁঝ ক্রমাগত বাড়ছে। সোমবার পুলিশ কমিশনারের পদত্য়াগের দাবিতে, গোলাপ ও প্রতীকি শিরদাঁড়া নিয়ে লালবাজার অভিযান করলেন জুনিয়র ডাক্তাররা। লালবাজারের অ্য়াডিশনাল পুলিশ কমিশনার দৌত্য়ের চেষ্টা করলেও, তাতে বরফ গলেনি। আন্দোলনকারীরা সাফ জানিয়ে দেন, পুলিশ কমিশনারকে তাঁদের কাছে আসতেই হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'তথ্য লোপাটের দায় কার? জবাব চাইতে লালবাজার...খুনিকে লোকাতে দায় কার? জবাব চাইতে লালবাজার...' এই স্লোগানেই কলকাতার পুলিশ কমিশনারের পদত্য়াগের দাবিতে, সোমবার দুপুর থেকে যখন রাজপথে ঝড় তুললেন জুনিয়র চিকিৎসকরা।
লালবাজারের রাস্তা যখন সরগরম তখন এ দিনই সন্ধেয় দুর্নীতির অভিযোগে, আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল CBI.
সোমবার বেলা গড়াতেই ফের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে কলকাতা। লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসকের হাতে যখন গোলাপ কিংবা রজনীগন্ধা। তার সঙ্গে ছিল প্রতীকী শিরদাঁড়া। এই চিকিৎসকদের মিছিল আটকাতে দূর্গ গড়ে তুলল পুলিশ।প্রায় ন’ফুট সমান উচ্চতার গার্ডরেলের দেওয়াল! পিছনে আবার বাঁশের ব্যারিকে। তাও আবার বাঁধা দড়ি দিয়ে।
জুনিয়র চিকিৎসকদের হাতের পোস্টারের কোনওটায় লেখা 'দফা এক দাবি এক, বিনীত গোয়েলের পদত্য়াগ'। কোনওটায় আবার লেখা 'তথ্য় প্রমাণ খেলে লুটে, জাস্টিস খোঁজো ৪০ ফুটে?' কিংবা 'গিরগিটি নাকি বোঝা দায় বিছানার চাদরও রং পাল্টায়'
আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, কলকাতার পুলিশ কমিশনার যিনি আছেন, 'তিনি প্রত্যক্ষ-পরোক্ষভাবে সেদিন তথ্যপ্রমাণ লোপাটে সাহায্য় করেছেন। তাঁর নাকের ডগার সামনে দিয়ে ১৪ অগাস্ট রাতের বেলায় একদল মব ঢুকে ইমারজেন্সিতে ঢুকে ভাঙচুর করে। শুধু তাই নয়, তারা যখন ভাঙচুর করছিল, তাদের মুখে একটা কথা ছিল, যে সেমিনার রুমটা কোন তলায় বল, আমরা সেটা ভাঙব।'
রাস্তার মাঝে জ্বলল আগুন, রাস্তার মাঝে লিখে স্লোগানে-গানে চলল প্রতিবাদ। পুলিশের হাতে আন্দোলনকারীরা ফুলও তুলে দিতে চাইলেন। আবার সেইসঙ্গে অবস্থানে অনড় থাকার কথাও জানিয়ে দিলেন।
কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, 'ওঁরা বলেছিলেন, তাঁরা লালবাজারে যাবেন কোনও ডেপুটেশন নিয়ে। কিন্তু যখন ওঁরা এখানে এসে পৌঁছেছেন, সম্ভবত ওই দাবিটা বদলে গেছে। ওঁরা বলছেন, ওঁরা আর যাবেন না। ওঁরা বলছেন, ওঁরা এখান থেকে এগিয়ে বেন্টিঙ্ক স্ট্রিট অবধি যাবেন। কিন্তু ওটা তো আপাতত ১৪৪ আছে, আমরা তো আগে যেতে অনুমতি দিতে পারি না।'
এরপর পুলিশ কমিশনারের প্রতিনিধি হিসেবে, ফিয়ার্স লেনে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসেন অতিরিক্ত পুলিশ কমিশনার অশেষ বিশ্বাস। তিনি জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলকে লালবাজার যেতে বললেও আন্দোলনকারীরা রাজি হননি। তাঁরা জানান, বেন্টিঙ্ক স্ট্রিট পর্যন্ত যেতে দিলে তবেই লালবাজার যাবেন।' ACP অশেষ বিশ্বাস চলে যাওয়ার পর, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসেন জয়েন্ট সিপি ট্রাফিক। কিন্তু তাঁকেও ফিরে যেতে হয়।
আন্দোলনকারীদের সঙ্গে দেখা না করেই, রাত ৯টা ১৫ মিনিটে, লালবাজার থেকে বেরিয়ে যান পুলিশ কমিশনার বিনীত গোয়েল। যার পদত্য়াগের দাবিতে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান। এদিকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১৪ অগাস্টের পর, রবিবার ফের 'রাত দখল' হতে দেখল কলকাতা। যেখানে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবাই সামিল হন, রাত জাগেন, প্রতিবাদে সরব হন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -