RG Kar News: জুনিয়র ডাক্তারদের ধর্না শেষ হতেই স্লোগানে আলকাতরার প্রলেপ! বেনজির এক দৃশ্য!

RG Kar Protest:আন্দোলনকারীদের লেখা স্লোগান মুছে দিতে দেওয়া হল আলকাতরার ছোপ

প্রতিবাদের ভাষায় আজ থেকেই পড়ল আলকাতরা

1/7
স্বাস্থ্যভবনের সামনে থেকে ১১ দিনের ধর্না তুলল জুনিয়র ডাক্তাররা। বিচারের দাবিতে অনড় থেকেই কাজে ফিরলেন জুনিয়র ডাক্তাররা। জেলায় জেলায় জরুরি বিভাগে যোগদান। আর জি কর হাসপাতালেও কাজ শুরু জুনিয়র চিকিৎসকদের।
2/7
অনেকে বলছেন, জুনিয়র ডাক্তাররা যা করেছেন, ইদানীংকালে কোনও বিরোধী রাজনৈতিক দলও তা করে দেখাতে পারেনি। কেউ কেউ আবার বলছেন, রাজনীতির ছোঁয়া এড়িয়েছেন বলেই, যে কোনও রাজনৈতিক দলের থেকে সফল আন্দোলন করে দেখাতে পেরেছেন এই জুনিয়র ডাক্তাররা।
3/7
এর আগে জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চ থেকে খুলে নিয়ে যাওয়া হয়েছিল ত্রিপল, ফ্যান। ধর্না চলাকালীনই সেই ঘটনা নিয়ে নিন্দের ঝড় উঠেছিল।
4/7
যদিও জুনিয়র ডাক্তারদের ধর্না শেষ, আন্দোলন নয়। আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে লড়াই চলছে, চলবে। এই বার্তা দিয়ে, শুক্রবারও রাজপথের জনসমুদ্রে, আবার উঠেছে প্রতিবাদের ঢেউ। যদিও সেই আবহেই চিকিৎসকদের লেখা স্লোগান মোছার কাজ শুরু হল।
5/7
ফুটপাথে-রাস্তায় আন্দোলনকারীদের লেখা স্লোগান মুছে দিতে দেওয়া হল আলকাতরার ছোপ।
6/7
স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় যেখানে লেখা ছিল- উই ওয়ান্ট জাস্টিসের মতো একাধিক স্লোগান, সেই প্রতিবাদের ভাষায় আজ থেকেই পড়ল আলকাতরা।
7/7
স্বাস্থ্যভবনের দেওয়ালও নতুনভাবে রঙ করা হয়েছে। এছাড়াও গোটা রাস্তায় যেখানে যেখানে স্লোগান ছিল সেখানেই কালো এই রঙ দিয়ে মুছে দেওয়া হল আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদের ভাষা।
Sponsored Links by Taboola