নাইট ডিউটি সেরে RG Kar-এর যে সেমিনার হলে বিশ্রাম নিতে গিয়ে 'খুন' হলেন 'নির্যাতিতা', কোথা থেকে উদ্ধার দেহ ?
লালবাজার সূত্রে খবর, 'আত্মহত্যা নয়, খুনই করা হয়েছে মহিলা চিকিৎসককে', মিলেছে চিকিৎসককে যৌন নির্যাতনের প্রমাণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসূত্রে খবর,নাক, মুখে জমাট রক্ত, গোপনাঙ্গে ক্ষতের চিহ্ন মিলেছে। চোখ থেকেও রক্তক্ষরণ, শরীরে ১০ রকমের আঘাতের চিহ্ন মিলেছে।
'মহিলা চিকিৎসকের শরীরের নানা জায়গায় একাধিক আঘাত। ২ পা থেকেই রক্তপাত, মুখ, পেটে আঘাতের চিহ্ন। শরীরে মিলল নখের আঘাতের চিহ্ন, সূত্র মারফত খবর।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যুর ঘটনায় এবার কর্মবিরতিতে নামল ডাক্তাররা। এমার্জেন্সির চারতলায় সেমিনার রুম থেকে এদিন সকালে দেহ উদ্ধার হয়েছে।
সূত্র মারফত খবর, আততায়ী চিকিৎসকের পরিচিত, প্রাথমিক অনুমান পুলিশের । 'রাত ২টোয় ডিনার করেন চিকিৎসক, বিশ্রাম নিতে যান সেমিনার রুমে', রাত ২টোর পরে ঠিক কী হয়েছিল? কীভাবে মৃত্যু? এখনও ধোঁয়াশা ।
পোশাক অবিন্যস্ত, দেহে আঘাতের চিহ্ন, অভিযোগ চিকিৎসকদের একাংশের। ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের, ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ।
মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু, প্রতিবাদে বিজেপি-এসইউসির বিক্ষোভ। কীভাবে মহিলা চিকিৎসকের মৃত্যু? তদন্তে হাসপাতালের ১১ সদস্যের কমিটি।
হাসপাতালে রহস্যমৃত্যু, প্রতিবাদে চিকিৎসকদের একাংশের কর্মবিরতি। মৃত মহিলা চিকিৎসকের বাবা-মার সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর। সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর।
খবর পেয়েই হাসপাতালে গেলেন পুলিশ কমিশনার, স্বাস্থ্যসচিব। রাতে হাসপাতালে কারা কারা ডিউটিতে ছিলেন, জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -