ফের 'রাত দখল', গান-স্লোগান-আন্দোলনে 'বিনিদ্র' ধর্মতলা, রাজপথে প্রতিবাদের ঢেউ
আর জি কর-কাণ্ডে রাজপথে প্রতিবাদের ঢেউ। ফের হাতে হাত মিলিয়ে প্রতিবাদের, বেনজির ছবি দেখল কলকাতা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকসঙ্গে 'রাত দখল' করল সাধারণ মানুষ থেকে বিভিন্ন ক্ষেত্রের কৃতীরা।
ধর্মতলায় ধর্নায় আন্দোলনকারীদের সঙ্গে রাত জাগলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, সোহিনী সরকার, দেবলীনা দত্ত-সহ অনেকে।
আন্দোলনকারীরা স্পষ্ট জানালেন, বিচার না পাওয়া অবধি চলবে আন্দোলন।
প্রতিবাদের বেনজির ছবি দেখল শহরের প্রাণকেন্দ্রে ধর্মতলা। হাতে হাতে প্ল্যাকার্ডে ফুটে উঠল প্রতিবাদের ভাষা।
কলকাতার রাস্তার বুকে লেখা হল লড়াইয়ের বার্তা--- এর শেষ না দেখে ছাড়ব না।
সাধারণ মানুষের ডাকে রাত জাগলেন বিভিন্ন ক্ষেত্রের কৃতীরাও।
আন্দোলনকারীরা রাতেই জানিয়ে দেন, তাঁরা চারটি দফতরে ইমেল করেছেন। সংশ্লিষ্ট দফতর থেকে জবাব না আসা অবধি ধর্না চলবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -