ফের 'রাত দখল', গান-স্লোগান-আন্দোলনে 'বিনিদ্র' ধর্মতলা, রাজপথে প্রতিবাদের ঢেউ

RG Kar Protest: আর জি কর-কাণ্ডে রাজপথে প্রতিবাদের ঢেউ

প্রতিবাদের বেনজির ছবি দেখল শহরের প্রাণকেন্দ্রে ধর্মতলা

1/8
আর জি কর-কাণ্ডে রাজপথে প্রতিবাদের ঢেউ। ফের হাতে হাত মিলিয়ে প্রতিবাদের, বেনজির ছবি দেখল কলকাতা।
2/8
একসঙ্গে 'রাত দখল' করল সাধারণ মানুষ থেকে বিভিন্ন ক্ষেত্রের কৃতীরা।
3/8
ধর্মতলায় ধর্নায় আন্দোলনকারীদের সঙ্গে রাত জাগলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, সোহিনী সরকার, দেবলীনা দত্ত-সহ অনেকে।
4/8
আন্দোলনকারীরা স্পষ্ট জানালেন, বিচার না পাওয়া অবধি চলবে আন্দোলন।
5/8
প্রতিবাদের বেনজির ছবি দেখল শহরের প্রাণকেন্দ্রে ধর্মতলা। হাতে হাতে প্ল্যাকার্ডে ফুটে উঠল প্রতিবাদের ভাষা।
6/8
কলকাতার রাস্তার বুকে লেখা হল লড়াইয়ের বার্তা--- এর শেষ না দেখে ছাড়ব না।
7/8
সাধারণ মানুষের ডাকে রাত জাগলেন বিভিন্ন ক্ষেত্রের কৃতীরাও।
8/8
আন্দোলনকারীরা রাতেই জানিয়ে দেন, তাঁরা চারটি দফতরে ইমেল করেছেন। সংশ্লিষ্ট দফতর থেকে জবাব না আসা অবধি ধর্না চলবে।
Sponsored Links by Taboola