RG Kar Protest : লাল জামা পরে একজন...মেয়ের মৃত্যুর দিনই কাকে সন্দেহ করেছিলেন, বিস্ফোরক নির্যাতিতার মা
CBI এর হাতে আরজি কর-এ খুন - ধর্ষণকাণ্ডের তদন্তভার গ্রহণ করেছে সিবিআই। এখনও পর্যন্ত একজনকেও নতুন করে গ্রেফতার করেনি তারা। এই পরিস্থিতিতে কিছুটা মানসিক ভাবে বিপর্যস্ত নির্যাতিতার বাবা -মা। বললেন, সংবাদমাধ্যমের কাছে আর্জি জানাব, তারা যেন চাপ সৃষ্টি করে, সিবিআই যেন তাদের সুনাম অনুযায়ী কাজ করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার আরও দৃঢ়তার সঙ্গে নির্যাতিতার বাবা-মা বললেন, সেদিনই ছিল এ মাসে মেয়ের লাস্ট নাইট শিফট। সেদিনই ঘটন এই ঘটনা ! আর যে মেয়েকে ১৫ মিনিট ছাড়া ছাড়া দরকার পড়ে, তাঁকে ৭ ঘণ্টা কারও দরকার পড়ল না? প্রশ্ন তুললেন নির্যাতিতার বাবা।
তাই ভেতরের কেউই খবর দিয়ে থাকবে, কেউ ইনফর্মার ছিল, স্থির বিশ্বাস নির্যাতিতা চিকিৎসকের বাবা - মায়ের। তাহলে কি মেয়ের সঙ্গে কি কারও সঙ্গে শত্রুতা হয়েছিল?
নির্যাতিতার বাবা মায়ের দাবি, তেমন কিছুই ছিল না। মেয়ে থাকতেন পড়াশোনা নিয়েই। তাই তিনি সাতে - পাঁচে থাকতেন না। মেডিক্যাল কলেজে কারও সঙ্গে ব্যক্তিগত কোনও সমস্যার কথাও কখনও বলেননি নির্যাতিতা।
নির্যাতিতার বাবা - মায়ের দাবি, সেদিন যখন তাঁদের বাইরে বসিয়ে রাখা হয়, তখন সেমিনার হলে আরও অনেক লোকই ছিলেন। বলা হয়, তাঁরা ফরেন্সিকের লোক। কিন্তু এখন ভাইরাল ভিডিও দেখে তাঁরা অবাক, এতজন সেখানে ঢুকতে পারল, অথচ তাঁদের আটকে দেওয়া হল।
নির্যাতিতার বাবা আরও দাবি করেন, ডিসি ইন্দিরা মুখোপাধ্য়ায় যে দাবি করছেন, ঘরের মধ্যে দেহ যেখানে পাওয়া যায়, সেই স্থল কর্ডন করে দেওয়া হয়, তা সর্বৈব মিথ্যে দাবি। নির্যাতিতার বাবার দাবি, তিনি তো ,বিষয়টার মধ্যে ছিলেনই না।
তাহলে কি কাউকে সন্দেহ হয়? সন্দেহজনক কিছু কি দেখেছিলেন? নির্যাতিতার মা বললেন, সেদিন যখন সিজ়ার লিস্ট বানানো হচ্ছিল, তখন লাল টি শার্ট পরা একজন এসে কিছু খোঁজাখুঁজি করছেল, তার ব্যবহারও সন্দেহজনক ছিল।
নির্যাতিতার মায়ের দাবি, পরে এক স্টুডেন্টই জানান, সে হাসপাতালের গ্রুপ ডি কর্মী। তবে তার কোনও প্রমাণ তাঁর হাতে নেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -