Rinku Majumdar Son's Death : 'সৃঞ্জয়ের সঙ্গে লিভ ইন করত, টাকা নিত' রিঙ্কু মজুমদারের ছেলের মৃত্যুর পর বিস্ফোরক ঝুমা, নিশানায় কে?

সৃঞ্জয়ের বন্ধুকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন রিঙ্কু মজুমদারের বন্ধু ঝুমা। তাঁর মুখেও উঠে এসেছে সৃঞ্জয়ের এক বন্ধুর প্রসঙ্গ।

রিঙ্কু মজুমদারের ছেলের মৃত্যুর পর বিস্ফোরক ঝুমা, নিশানায় কে?

1/8
মাত্র ছাব্বিশ বছর বয়সে মৃত‍্যু হয়েছে দিলীপ ঘোষের স্ত্রী রিঙকু মজুমদারের ছেলে সৃঞ্জয় দাশগুপ্তর। মঙ্গলবার তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সৃঞ্জয়কে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
2/8
এরপর রিঙ্কুর প্রাক্তন স্বামী বলেন, মায়ের বিয়ে হয়ে যাওয়ায় মনে মনে অবসাদে ভুগছিলেন সৃঞ্জয়। যদিও তাতে রিঙ্কুর প্রতিক্রিয়া, ও কী বলল না বলল, তাতে কী যায় আসে? মিথ্যেবাদী, ফ্লপ লাইফে, যার কোনও কিছু নেই
3/8
সৃঞ্জয়ের বন্ধুকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন রিঙ্কু মজুমদারের বন্ধু ঝুমা। তাঁর মুখেও উঠে এসেছে সৃঞ্জয়ের এক বন্ধুর প্রসঙ্গ।
4/8
রিঙ্কু মজুমদারের বন্ধু ঝুমা বলেন, সৃঞ্জয়ের সঙ্গে লিভ ইন করত, টাকা নিত। ওর মায়ের থেকে টাকা নিত।
5/8
ঝুমার দাবি, অফিসে একজনের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল। সেটা সৃঞ্জয় জানতে পারে। বলেছিল যেন বাড়িতে না আসে, যোগাযোগ না রাখে। তা সত্ত্বেও সে তার বাড়িতে এসে থাকছিল।
6/8
সৃঞ্জয়ের মৃত‍্যুর পর অনেকের অভিযোগেই সামনে এনেছে তাঁর এক বন্ধুর প্রসঙ্গ। মা রিঙকু মজুমদার দাবি করেছেন, মৃত‍্যুর আগের রাতে সৃঞ্জয়ের ফ্ল্যাটে ছিলেন তাঁর বন্ধু। গভীর রাতে ফ্ল্যাটে আসেন এক সহকর্মীও।
7/8
সৃঞ্জয়ের মৃত্যু নিয়ে দিলীপ ঘোষ বলেন, 'সমস্যা আগের থেকেই ছিল। শুনলাম ওর কাউন্সেলিং চলছিল, চিকিৎসক ছিল। চেষ্টা চলছিল ঠিক করার ওকে। কিন্তু হঠাৎ করে এমন মৃত্যু হল কেন? আর একা তো ছিল না ও, বন্ধুরা ছিল। কেন হল সেটা বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিপোর্ট এলে বোঝা যাবে।'
8/8
রিঙ্কুর প্রাক্তন স্বামী রাজা দাবি করেন, 'ছেলে মায়ের উপর পুরোপুরি নির্ভরশীল ছিল। মা বিয়ে হয়ে চলে যাচ্ছে, বুঝতে না দিলেও ও কষ্টে ছিল। তাই সামাজিক অনুষ্ঠানে ছিল না।'
Sponsored Links by Taboola