SANDAKPHU SNOWFALL : যতদূর চোখ যায় শুধুই বরফ... দুধ সাদা তুষারে ঢাকল সান্দাকফু, ফালুট, দেখুন ছবি

অনেকেই ছুটছেন সান্দাকফু, ফালুটে বরফ দেখতে। বসন্তের শুরুতে ভিড় জমছে দার্জিলিং কালিম্পংয়েও।

SANDAKPHU SNOWFALL : যতদূর চোখ যায় শুধুই বরফ... দুধ সাদা তুষারে ঢাকল সান্দাকফু, ফালুট, দেখুন ছবি

1/8
কলকাতা যখন গরমে নাজেহাল, তখন সান্দাকফু, ফালুট ঢেকেছে বরফে। তুষারপাতের জেরে তাপমাত্রা নেমেছে অনেকটাই।
2/8
অনেকেই ছুটছেন সান্দাকফু, ফালুটে বরফ দেখতে। বসন্তের শুরুতে ভিড় জমছে দার্জিলিং কালিম্পংয়েও।
3/8
দার্জিলিংয়ে এবার তুষারপাত হয়নি। যদিও তাপমাত্রা নেমেছিল হিমাঙ্কের কাছাকাছি। তাই তুষারপাতের সম্ভাবনাও তৈরি হয়।
4/8
সান্দাকফু শৃঙ্গটি ৩৬৩৬ মিটার উচ্চ। এটি পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। এখানে বরফ পড়েছিল কয়েকবছর আগে।
5/8
এমন সময়ে তুষারপাতে উচ্ছ্বসিত পর্যটকেরা। বরফে মোড়া পাহাড় দেখতে বহু পর্যটক ছুটছেন সান্দাকফুতে।
6/8
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির পূর্বাভাস। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।
7/8
সান্দাকফুতে বরফ পড়লেও আগামী দিনে এই বছর আর হয়ত তুষারপাত হবে না দার্জিলিংয়ে।
8/8
এই বছরের শুরুতে দুধসাদা বরফে ঢেকে যায় কেদারনাথ মন্দির। চামোলি জেলায় ব্য়াপক তুষারপাত হয়। তুষার চাদরে মুড়ে যায় উত্তরাখণ্ডের গঙ্গোত্রী ধাম। কিন্তু বঙ্গে তুষারপাত এবার হয়নি।
Sponsored Links by Taboola