SANDAKPHU SNOWFALL : যতদূর চোখ যায় শুধুই বরফ... দুধ সাদা তুষারে ঢাকল সান্দাকফু, ফালুট, দেখুন ছবি
কলকাতা যখন গরমে নাজেহাল, তখন সান্দাকফু, ফালুট ঢেকেছে বরফে। তুষারপাতের জেরে তাপমাত্রা নেমেছে অনেকটাই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনেকেই ছুটছেন সান্দাকফু, ফালুটে বরফ দেখতে। বসন্তের শুরুতে ভিড় জমছে দার্জিলিং কালিম্পংয়েও।
দার্জিলিংয়ে এবার তুষারপাত হয়নি। যদিও তাপমাত্রা নেমেছিল হিমাঙ্কের কাছাকাছি। তাই তুষারপাতের সম্ভাবনাও তৈরি হয়।
সান্দাকফু শৃঙ্গটি ৩৬৩৬ মিটার উচ্চ। এটি পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। এখানে বরফ পড়েছিল কয়েকবছর আগে।
এমন সময়ে তুষারপাতে উচ্ছ্বসিত পর্যটকেরা। বরফে মোড়া পাহাড় দেখতে বহু পর্যটক ছুটছেন সান্দাকফুতে।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির পূর্বাভাস। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।
সান্দাকফুতে বরফ পড়লেও আগামী দিনে এই বছর আর হয়ত তুষারপাত হবে না দার্জিলিংয়ে।
এই বছরের শুরুতে দুধসাদা বরফে ঢেকে যায় কেদারনাথ মন্দির। চামোলি জেলায় ব্য়াপক তুষারপাত হয়। তুষার চাদরে মুড়ে যায় উত্তরাখণ্ডের গঙ্গোত্রী ধাম। কিন্তু বঙ্গে তুষারপাত এবার হয়নি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -