Saraswati Puja 2022: ক্ষতির মুখ দেখতে নারাজ শিল্পীরা, সরস্বতী পুজোর আগে অন্য ছবি কুমোরটুলিতে
বাগ্দেবীর আরাধনায় হাতে আর মাত্র কয়েকদিন। কিন্তু এখনও সেভাবে ব্যস্ততা নেই কুমোরটুলিতে। অন্যান্য বারের তুলনায় কম ঠাকুর গড়ছেন শিল্পীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা আবহে গত ২ বছরে অনেক ক্ষতির মুখে পড়তে হয়েছে, আর ক্ষতি বাড়াতে রাজি নই, বলছেন শিল্পীরা।
শীতের খামখেয়ালিপনার মাঝেই বৃষ্টির ভ্রুকুটি। বাতাসে এখনও সেভাবে বসন্তের ছোঁয়া লাগেনি।
তবু ক্যালেন্ডার বলছে হাতে আর গুনে গুনে মাত্র কয়েকটা দিন। তারপরই বাণী-বন্দনা।
কিন্তু অন্যান্য বারের তুলনায় কুমোরপাড়ার ছবিটা অনেকটা আলাদা। এখনও সেভাবে ব্যস্ততা নেই। করোনা আবহে গত দু’বছরে তো কম ক্ষতি হয়নি।
তাই এবার সাবধানী শিল্পীরা। অন্যান্যবারের তুলনায় অনেকেই কম ঠাকুর গড়ছেন। বায়না যে বিশেষ নেই।
কুমোরটুলির মৃৎশিল্পী বঙ্কিম পাল জানিয়েছেন, “গত দুবার অনেক লস হয়েছে। সবাই কম কম করে ঠাকুর করেছে। শেষবেলায় হুড়মুড় করে ঠাকুর কিনতে এলে সমস্যা।’’
কোভিড বিধি কিছুটা শিথিল হতে ধীরে ধীরে কিছু মানুষ আসছেন প্রতিমার খোঁজে। কিন্তু, সংক্রমণ কিছুটা কমলেও, আশঙ্কা যে কাটছে না। পুজোর সময় যদি ফের খারাপ হয় পরিস্থিতি।
কুমোরটুলির মৃৎশিল্পী প্রশান্ত পাল জানাচ্ছেন, “কিছু কিছু মানুষ আসছেন। সবারই হাতে টাকা কম।’’ সবমিলিয়ে, করোনা আবহে ফের সমস্যায় প্রতিমা শিল্পীরা। (ছবি ও তথ্য- সঞ্চয়ন মিত্র)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -