Saraswati Puja 2023: উৎসবের মেজাজে গোটা রাজ্য, বাগদেবীর আরাধনায় দুঁদে রাজনীতিবিদরাও
Saraswati Puja: মাঘ মাসের শুক্লা পঞ্চমী। সকাল থেকেই বাংলার ঘরে ঘরে বাগদেবীর আরাধনা৷
ফাইল ছবি
1/9
মাঘের শুক্লা পঞ্চমীতে বাগদেবীর আরাধনায় মেতেছে রাজ্য। রোজ যাঁদের রাজনীতির ময়দানে দেখা যায়, আজ তাঁরাই ধরা পড়লেন অন্য মুডে।
2/9
মা সরস্বতীর আরাধনায় সামিল হয়েছেন দুঁদে রাজনীতিবিদরাও। কারও বাড়িতেই বাণীবন্দনার আয়োজন, কেউ বা পাড়ার পুজো মণ্ডপে অঞ্জলি দিয়েছেন।
3/9
রেড রোডের অনুষ্ঠান সেরে যোগমায়া দেবী কলেজে সরস্বতী পুজোর অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় । ছাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। অনুষ্ঠানে ছাত্রীদের গান শোনেন মুখ্যমন্ত্রী।
4/9
টালিগঞ্জ তৃণমূল কংগ্রেস সাংস্কৃতিক শাখার উদ্যোগে বিজয়গড়ে সরস্বতী পুজো।
5/9
বাগদেবীর আরাধনায় রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত।
6/9
সরস্বতী পুজোয় উৎসবের মেজাজে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেটে তৃণমূল ছাত্র পরিষদ আয়োজিত পুজোয় হাজির হন তিনি।
7/9
মুদিয়ালির বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন। ১০০ বছরেরও পুরনো পুজো। উৎসবের মেজাজে তৃণমূল সাংসদ
8/9
বালুরঘাটে নিজের বাড়িতে দেবী সরস্বতীর পুজো করলেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার।
9/9
এদিন বাগদেবীর সামনে নিজেই মেয়ের হাতেখড়ি দেন। বিজেপি নেতার কন্যার জন্য উপহার পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
Published at : 26 Jan 2023 04:15 PM (IST)