Saraswati Puja 2023: উৎসবের মেজাজে গোটা রাজ্য, বাগদেবীর আরাধনায় দুঁদে রাজনীতিবিদরাও
মাঘের শুক্লা পঞ্চমীতে বাগদেবীর আরাধনায় মেতেছে রাজ্য। রোজ যাঁদের রাজনীতির ময়দানে দেখা যায়, আজ তাঁরাই ধরা পড়লেন অন্য মুডে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমা সরস্বতীর আরাধনায় সামিল হয়েছেন দুঁদে রাজনীতিবিদরাও। কারও বাড়িতেই বাণীবন্দনার আয়োজন, কেউ বা পাড়ার পুজো মণ্ডপে অঞ্জলি দিয়েছেন।
রেড রোডের অনুষ্ঠান সেরে যোগমায়া দেবী কলেজে সরস্বতী পুজোর অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় । ছাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। অনুষ্ঠানে ছাত্রীদের গান শোনেন মুখ্যমন্ত্রী।
টালিগঞ্জ তৃণমূল কংগ্রেস সাংস্কৃতিক শাখার উদ্যোগে বিজয়গড়ে সরস্বতী পুজো।
বাগদেবীর আরাধনায় রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত।
সরস্বতী পুজোয় উৎসবের মেজাজে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেটে তৃণমূল ছাত্র পরিষদ আয়োজিত পুজোয় হাজির হন তিনি।
মুদিয়ালির বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন। ১০০ বছরেরও পুরনো পুজো। উৎসবের মেজাজে তৃণমূল সাংসদ
বালুরঘাটে নিজের বাড়িতে দেবী সরস্বতীর পুজো করলেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার।
এদিন বাগদেবীর সামনে নিজেই মেয়ের হাতেখড়ি দেন। বিজেপি নেতার কন্যার জন্য উপহার পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -