Satpal Rai's Funeral: বাবার পাশেই সমাধিস্থ, গান স্যালুটে চিরবিদায় সৎপালকে
দার্জিলিং-এর তাকদায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল কপ্টার-দুর্ঘটনায় মৃত সেনা কর্মী সৎপাল রাইয়ের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাবার সমাধিস্থলের পাশে সমাধিস্থ করা হল তাঁকে। সোমবার বন্ধ রাখা হয় তাকদা চা বাগান।
দুধসাদা চাদরে মোড়া কফিন। গান স্যালুটে চিরবিদায়। হাবিলদার সৎপাল রাই। দার্জিলিং-এর তাকদায় বাবার পাশেই সমাধিস্থ করা হল সৎপাল রাইকে।
গত বুধবার নীলগিরির গভীর জঙ্গলে, তামিলনাড়ুর কুন্নুরে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। হেলিকপ্টার ভেঙে পড়ায় মৃত্যু হয় দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীর সহ ১৩ জনের। তাঁদেরই একজন রাওয়াতের দেহরক্ষী হাবিলদার সৎপাল রাই।
রবিবার রাতেই বাড়িতে পৌঁছয় মরদেহ। রাই সম্প্রদায়ের রীতি মেনে সোমবার সকাল থেকে শুরু হয় শেষকৃত্যের নিয়ম-আচার।
সৎপালের মরদেহ যে তিরঙ্গায় মোড়া ছিল, শেষকৃত্যর আগে তা তুলে দেওয়া হয় তাঁর স্ত্রীর হাতে। স্বামীর কফিনে মাটি দেন স্ত্রী মন্দিরা। শেষবারের মতো কফিনে মাথা ঠেঁকিয়ে বাবাকে প্রণাম করেন ছেলে বিক্কল রাই।
শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছিলেন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব, দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত, দার্জিলিং-এর বিধায়ক নীরজ জিম্বা, জিটিএ প্রাক্তন চেয়ারম্যান অনীত থাপা সহ অন্যান্যরা। শ্রদ্ধা জানান সুকনার ত্রিশক্তি কোরের কোর কম্যান্ডার তরুণকুমার আইচ।
শোওয়ার ঘরে বিছানার পাশে রাখা সৎপালের সামগ্রী। স্যুটকেস, ট্রাঙ্ক, তাতে নাম লেখা সৎপালের।
বাড়ি ফিরলেই স্থানীয় তরুণদের সৎপাল বলতেন আর্মিতে যোগ দাও। দেশের জন্য কাজ করো। আচমকা এক দুর্ঘটনা কেড়ে নিয়েছে বাবার প্রাণ। তারপরও বিক্কল বলেছেন, তিনিও এবার থেকে তেমনটাই বলবেন।
সৎপাল রাইয়ের ছেলে বিক্কল রাই বলেন, যুবকদের বলতেন আর্মিতে যোগ দিতে, আমিও বলবো, আমার বাবার মতো সম্মান কেউ পায়নি।'' (ছবি ও তথ্য- মোহন প্রসাদ)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -