Vistadome Coach : রিভলভিং চেয়ারে বসে পাহাড়ি-পথের প্রাকৃতিক শোভা উপভোগ, কী এই ভিস্তাডোম কোচ ?
করোনাকালে দীর্ঘদিন গৃহবন্দী থাকতে থাকতে হাঁফিয়ে উঠেছে মানুষ। সংক্রমণে একটু লাগাম পড়তেই ধীরে ধীরে ভ্রমণমুখী বাঙালি। আসন্ন গরমে যে ভ্রমণপ্রেমী বাঙালির গন্তব্যস্থল হয়ে উঠবে দার্জিলিং, সেকথা বলার অপেক্ষা রাখে না। (ছবি- Pixabay)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই পরিস্থিতিতে পর্যটকদের জন্য এল খুশির খবর। দার্জিলিং-হিমালয়ান রেলওয়ের টয় ট্রেনে সমস্ত কোচকেই করা হচ্ছে ভিস্তাডোম। (ছবি- Pixabay)
আগামী ১ মার্চ থেকে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং, দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত টয় ট্রেনের তিনটি কোচই থাকবে ভিস্তাডোম কোচ।(ছবি সৌজন্যে : রেলমন্ত্রক)
পাশাপশি দার্জিলিং থেকে ঘুম, ঘুম থেকে দার্জিলিং স্টেশনে চলাচলকারী জয় রাইডের সমস্ত কোচও হচ্ছে ভিস্তাডোম ।
তবে ন্যারো গেজের জন্য কোচ ছোট হওয়ায় চেয়ারগুলি ঘুরবে না। জানালায় বড় বড় স্বচ্ছ কাচ দিয়ে দেখা যাবে পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। (ছবি সৌজন্যে : রেলমন্ত্রক)
ভিস্তাডোম কোচ মূলত পাহাড়ি এলাকায় ব্য়বহার করা হয়। এই কোচের মাধ্যমে দেখা যায় যাত্রাপথের মনোরম দৃশ্য। (ছবি- Pixabay)
পর্যটন শিল্পকে আরও বাড়ানোর জন্য এই কোচের ব্যবহার করা হয়। কিন্তু, এই কোচের বিশেষত্ব কী? (ছবি- Pixabay)
এই বিশেষ সুসজ্জিত কামরা হয় শীতাতপ নিয়ন্ত্রিত। কামরায় মাথার ওপর খোলা আকাশ। আশপাশও কাচের। (ছবি সৌজন্যে : মধ্য রেল)
এ ছাড়া ভিস্তা ডোমে থাকে রিভলভিং চেয়ার। যাতে পর্যটকেরা একদিকে চেয়ারে বসেই অন্যদিকের জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারবেন।(ছবি সৌজন্যে : রেলমন্ত্রক)
কোচগুলি থেকে পর্যটকরা খোলা আকাশ, পাহাড়, সবুজ বনভূমির ৩৬০ ডিগ্রি ভিউ দেখতে পারবেন। (ছবি- Pixabay)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -