Mamata Banerjee:নিশীথকে হারিয়ে কোচবিহারে ঘাসফুল ফোটানোর পর মদনমোহন মন্দিরে পুজো মমতার
এবার উত্তরবঙ্গের যে একমাত্র লোকসভা আসনে তৃণমূল জয়ী হয়েছে, তার নাম কোচবিহার। সেখানেই, মদনমোহন মন্দিরে আজ পুজো দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটানটান উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর, গত বারের সাংসদ তথা প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে এখান থেকে হারিয়েছেন তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া।
এখানকার মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি তৃণমূলনেত্রী যে 'মা, মাটি, মানুষকে' ধন্যবাদ জানাবেন, সে কথাও জানিয়েছিলেন। সেই মতো, আজ বেলার দিকে তাঁকে পুজো দিতে দেখা যায়।
হাজির ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, মন্ত্রী অরূপ বিশ্বাসও। জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়াকেও এদিন হাজির থাকতে দেখা যায় পুজোর সময়।
বস্তুত, গত কাল, ফাঁসিদেওয়ার ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার খবর পেয়েই উত্তরবঙ্গে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। উদ্ধারকাজ ও সাহায্যের বিষয়টি তদারকি করেন।
তার পর সড়কপথে কোচবিহার পৌঁছে যান মুখ্যমন্ত্রী। রাতে সার্কিট হাউসে থাকেন। আজ দুপুর পৌনে বারোটা নাগাদ পৌঁছে যান মদনমোহন মন্দিরে। সেখানে বেশ কিছুক্ষণ পুজো চলে।
পুজো দেওয়ার পর বিজেপি রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। আজ সকালে পুলিশের তরফে অনন্ত মহারাজকে ফোন করা হয়েছিল বলে জানিয়েছেন বিজেপি রাজ্য়সভা সাংসদও।
এবার কোচবিহারে প্রচার উপলক্ষ্যে ছুটে আসতে দেখা গিয়েছে তৃণমূলনেত্রীকে। নাম না করে নির্বাচনী জনসভা থেকে একাধিক বার বিজেপি প্রার্থীকে আক্রমণ শানান তিনি।
অবশেষে ভোটবাক্সে সব কিছুর ফল পেয়েছে তৃণমূল। ফলপ্রকাশের দিন অবশ্য টানটান উত্তেজনা ছিল
ফলাফলের দিন দেখা যায়, কখনও তৃণমূল প্রার্থী এগিয়ে যাচ্ছেন, কখনও আবার তাঁকে টেক্কা দিচ্ছেন বিজেপি প্রার্থী। যদিও শেষ হাসি হেসেছেন তৃণমূলের জগদীশ বর্মা বাসুনিয়াই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -