ICDS Centre in Kalimpong : দেওয়ালজুড়ে রং-বেরঙের কার্টুন, শিশুর মুখে হাসির ঝলকে খুশি অভিভাবকরাও

কালিম্পঙের অঙ্গনওয়াড়ি কেন্দ্র

1/10
শিশুদের নজর কাড়তে সাজিয়ে তোলা হয়েছে হালপুর আপার বারমেকের অঙ্গনওয়াড়ি কেন্দ্র।
2/10
সম্প্রতি কালিম্পং জেলার এই আইসিডিএস কেন্দ্রটি যাত্রা শুরু করেছে।
3/10
কালিমম্পং জেলায় মোট ২০৮টি আইসিডিএস সেন্টার গড়ে তোলা হচ্ছে। তার মধ্যে বেশ কয়েকটির কাজ অনেকটাই এগিয়েছে।
4/10
নতুন এই কেন্দ্রের থামগুলি অনেকটা পেন্সিলের আকারে গড়ে তোলা হয়েছে।
5/10
যার জেরে শিশুদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে এই আইসিডিএস সেন্টারটি।
6/10
দেওয়ালজুড়ে নজরকাড়া রঙে রাঙিয়ে তোলা হয়েছে বর্ণমালা ও বিভিন্ন মাসের নাম।
7/10
এই মুহূর্তে ২০-র বেশি ছাত্র রয়েছে এখানে। দেওয়ালজুড়ে বিভিন্ন কার্টুন চরিত্র দেখে তাদের মুখের হাসি যেন আর ধরে না!
8/10
এমনকী অভিভাবকরাও খুশি। তারা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেছেন।
9/10
কালিম্পঙের ডিএম জানিয়েছেন, বাচ্চাদের আকর্ষিত করার জন্য এই উদ্যোগ। জেলায় মোট ২০৮টি আইসিডিএস সেন্টার তৈরি হচ্ছে।
10/10
আগামীদিনে বাকিগুলিও সাজিয়ে তোলার চিন্তাভাবনা রয়েছে প্রশাসনের।
Sponsored Links by Taboola