Kalimpong Landslide: কালিম্পঙে ধসে মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু বৃদ্ধের

ফের কালিম্পঙে নামল ধস

1/9
ফের কালিম্পঙে নামল ধস। মৃত্যু হল এক ব্যক্তির। সব তথ্য ও ছবি - উমেশ তামাঙ্গ।
2/9
কালিম্পঙের কাটারে এলাকায় ধস নামে।
3/9
মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের।
4/9
কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে।
5/9
গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ পেডং বাজার থেকে ১৫ কিলোমিটার দূরে কাটারে এলাকাতে ধস নামে।
6/9
মৃত্যু হয় ৭৫ বছরের বীরবাহাদুর মঙ্গারের।
7/9
এর আগে, গতকাল সকালে কালিম্পঙের ২৯ মাইল এলাকাতেও ধস নামে।
8/9
পূর্ত দফতর ও বর্ডার রোড অর্গানাইজেশনের চেষ্টায় ঘণ্টা চারেক পর রাস্তার একাংশ পরিষ্কার হয়।
9/9
গতমাসে সেবকের কাছে পাহাড় থেকে গড়িয়ে পড়া বোল্ডারের ধাক্কায় মৃত্যু হয় গোর্খা রেজিমেন্টের জওয়ান রিনচেন তামাংয়ের।
Sponsored Links by Taboola