East West Metro : আজ ইস্ট-ওয়েস্ট মেট্রোর অষ্টম স্টেশন শিয়ালদার উদ্বোধন, মুখ দেখা যাবে লাভের ?
আজ, সোমবার উদ্বোধন হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর অষ্টম স্টেশন শিয়ালদার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃহস্পতিবার থেকে মেট্রো ছুটবে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত।
যাত্রী সংখ্যা বাড়ার ভাবনায় সেদিন থেকে মেট্রোর পরিষেবা বাড়িয়ে ১০০ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবার সকাল ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মিলবে পরিষেবা। এতদিন পরিষেবা মিলত সকাল ৮টা থেকে রাত ৮টা।
অফিস টাইমে ১৫ মিনিট ও অন্য সময়ে ২০ মিনিট অন্তর চলবে মেট্রো।
এর ফলে যাত্রীদের যেমন সুবিধা হবে, তেমনি মেট্রো কর্তৃপক্ষের আশা, মুখ দেখা যাবে লাভের।
এখন ইস্ট ওয়েস্ট মেট্রো চলে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত।
বৃহস্পতিবার থেকে এই মেট্রো দৌড়বে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত।
মেট্রো রেল সূত্রে খবর, নতুন করে যাত্রাপথ বাড়ছে ২ কিলোমিটারে(২.৩৩কিমি) বেশি।
সব মিলিয়ে, যাত্রাপথ হয়েছে ৯ কিলোমিটারের(৯.০৩কিমি) একটু বেশি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -