West Bengal Weather Update: সামান্য হলেও আজ বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, কী হবে রাজ্যের অন্য প্রান্তে ? কাটবে তাপপ্রবাহ ?

সন্ধের পর পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়।

ছবিতে কলকাতায় বৃষ্টি

1/10
তীব্র দাবদাহে জ্বলছে বাংলা। কবে, মিলবে স্বস্তি ? বৃষ্টির অপেক্ষায় রাজ্যবাসী। সেই অপেক্ষার হয়তো এবার অবসান হতে চলেছে।
2/10
আজ বিকেলের পর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনই বলছে হাওয়া অফিস। কলকাতাতেও সামান্য বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।
3/10
ফলে, সন্ধের পর পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়। তবে ভালভাবে বৃষ্টি শুরু হতে রবিবার হয়ে যাবে। রাজ্যের জেলায় জেলায় আজ তাপমাত্রা বিগত পাঁচদিনের অনুপাতে কিছুটা নিম্নগামী।
4/10
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামীকাল বিকেল থেকেই তাপপ্রবাহের কবলের বাইরে চলে যাবে রাজ্যের অধিকাংশ জেলা।
5/10
যদিও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় আজ ও কাল তাপপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি বজায় থাকবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমে আজ পর্যন্ত তাপপ্রবাহ থাকবে।
6/10
আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হাল্কা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতাতেও বিকেলে আজ সামান্য বৃষ্টি হতে পারে।
7/10
উত্তরে পার্বত্য এলাকায় বৃষ্টি বহাল থাকবে। প্রতিদিন এর ব্যাপ্তি ও পরিমাণ বাড়বে। মালদা ও দুই দিনাজপুরে তাপপ্রবাহ কিছুটা কমবে । হাল্কা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আজ ৪ মে থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই দিনাজপুরে বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও হবে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইবে। এমনই পূর্বাভাস হাওয়া অফিসের।
8/10
আজ দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
9/10
সোমবার, ৬ মে থেকে রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে। কারণ, পশ্চিমা বাতাসের দাপট কমবে। বাড়বে বঙ্গোপসাগর থেকে আসা পর্যাপ্ত জলীয় বাষ্প-পূর্ণ হাওয়ার দাপট। তবে সেই সেই বৃষ্টি তাপপ্রবাহকে পরবর্তী কতদিন ঠেকিয়ে রাখতে পারবে সেটা এখনই বলা সম্ভব নয়। সেটা সম্পূর্ণ নির্ভর করছে উষ্ণ এবং জলীয় হাওয়ার সংঘাতে কতটা ঘন মেঘ তৈরি হচ্ছে তার ওপর।
10/10
আজও দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় সন্ধের পর হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ মে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।
Sponsored Links by Taboola