Local Train Service Start: প্রায় ৬ মাস পর চালু লোকাল ট্রেন, রবিবারেও ধরা পড়ল উদ্বেগের ছবি
করোনা আবহে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর রাজ্যে আজ থেকে চাকা গড়াল লোকাল ট্রেনের। আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানোর ছাড়পত্র দিয়েছে রাজ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করে তোলার পাশাপাশি, জোর দেওয়া হচ্ছে স্যানিটাইজেশনে। যাত্রীদের মধ্যে দূরত্ববিধি বজায় রাখতে দু’টি আসনের মধ্যে ক্রস চিহ্নের স্টিকার লাগানো হয়েছে।
কোথায় ৫০ শতাংশ যাত্রী। কোথায় সামাজিক দূরত্ব। এ তো সেই বাদুড়ঝোলা ট্রেনেরই ছবি। শিয়ালদা-হাওয়ার মতো স্টেশনে লোকাল ট্রেন থামতেই দেখা গেল গিজগিজ করছে কালো মাথার সারি।
রবিবার ছুটির দিনেই যদি এই অবস্থা হয়, তাহলে সপ্তাহের বাকি দিনগুলিতে কী হবে, এই উদ্বেগ যখন মাথাচাড়া দিচ্ছে, তখন অশনি সংকেত দেখছেন চিকিৎসকদের একাংশ।
সরকারি-বেসরকারি, অধিকাংশ অফিস খুলে গেলেও, লোকাল ট্রেন চালু না হওয়ায় গত ৬ মাসে হয়রানির শিকার হতে হয়েছেন যাত্রীদের একটা বড় অংশ। আজ থেকে ট্রেন চালু হওয়ার খবরে তাঁরা খুশি।
প্রায় ৬ মাস পর লোকাল ট্রেন চালানোয় গ্রিন সিগনাল দিয়েছে নবান্ন।
মোট আসনের ৫০ শতাংশ অর্থাৎ অর্ধেক যাত্রী নিয়ে রাজ্যের মধ্যে ট্রেন চলাচল শুরু করা যেতে পারে। নির্দেশিকা জারি হয়েছে এমনই।
রাজ্য সরকারের অনুরোধেই এরাজ্যে লোকাল ট্রেন বন্ধ ছিল। এবার রাজ্য গ্রিন সিগনাল দিয়ে দেওয়ায় আজ থেকেই লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়ে গেছে।
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় ৫ মে লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রথমে দু’সপ্তাহের জন্য লোকাল ট্রেন বন্ধ করা হয়।
পরে দফায় দফায় ট্রেন চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। পুজোর সময়ও লোকাল ট্রেন পরিষেবা বন্ধই ছিল। চলেছিল কিছু স্পেশাল ট্রেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -