Local Train Service Start: প্রায় ৬ মাস পর চালু লোকাল ট্রেন, রবিবারেও ধরা পড়ল উদ্বেগের ছবি

লোকাল ট্রেন

1/10
করোনা আবহে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর রাজ্যে আজ থেকে চাকা গড়াল লোকাল ট্রেনের। আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানোর ছাড়পত্র দিয়েছে রাজ্য।
2/10
লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করে তোলার পাশাপাশি, জোর দেওয়া হচ্ছে স্যানিটাইজেশনে। যাত্রীদের মধ্যে দূরত্ববিধি বজায় রাখতে দু’টি আসনের মধ্যে ক্রস চিহ্নের স্টিকার লাগানো হয়েছে।
3/10
কোথায় ৫০ শতাংশ যাত্রী। কোথায় সামাজিক দূরত্ব। এ তো সেই বাদুড়ঝোলা ট্রেনেরই ছবি। শিয়ালদা-হাওয়ার মতো স্টেশনে লোকাল ট্রেন থামতেই দেখা গেল গিজগিজ করছে কালো মাথার সারি।
4/10
রবিবার ছুটির দিনেই যদি এই অবস্থা হয়, তাহলে সপ্তাহের বাকি দিনগুলিতে কী হবে, এই উদ্বেগ যখন মাথাচাড়া দিচ্ছে, তখন অশনি সংকেত দেখছেন চিকিৎসকদের একাংশ।
5/10
সরকারি-বেসরকারি, অধিকাংশ অফিস খুলে গেলেও, লোকাল ট্রেন চালু না হওয়ায় গত ৬ মাসে হয়রানির শিকার হতে হয়েছেন যাত্রীদের একটা বড় অংশ। আজ থেকে ট্রেন চালু হওয়ার খবরে তাঁরা খুশি।
6/10
প্রায় ৬ মাস পর লোকাল ট্রেন চালানোয় গ্রিন সিগনাল দিয়েছে নবান্ন।
7/10
মোট আসনের ৫০ শতাংশ অর্থাৎ অর্ধেক যাত্রী নিয়ে রাজ্যের মধ্যে ট্রেন চলাচল শুরু করা যেতে পারে। নির্দেশিকা জারি হয়েছে এমনই।
8/10
রাজ্য সরকারের অনুরোধেই এরাজ্যে লোকাল ট্রেন বন্ধ ছিল। এবার রাজ্য গ্রিন সিগনাল দিয়ে দেওয়ায় আজ থেকেই লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়ে গেছে।
9/10
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় ৫ মে লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রথমে দু’সপ্তাহের জন্য লোকাল ট্রেন বন্ধ করা হয়।
10/10
পরে দফায় দফায় ট্রেন চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। পুজোর সময়ও লোকাল ট্রেন পরিষেবা বন্ধই ছিল। চলেছিল কিছু স্পেশাল ট্রেন।
Sponsored Links by Taboola