Sandeshkhali Situation: জালে শেখ শাহজাহান, সন্দেশখালিতে অকাল হোলি, মিষ্টিমুখ
শেখ শাহজাহান গ্রেফতারের পরেই সন্দেশখালিতে সন্দেশ বিলি। আতসবাজি ফাটিয়ে অকাল দীপাবলি পালন করছেন গ্রামবাসীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরীতিমতো উৎসবের চেহারা নিয়েছে সন্দেশখালির ঘোজাপাড়া এলাকা। মিষ্টিমুখ করাচ্ছেন স্থানীয় বাসিন্দারাই। উড়ল আবির। শোনা গেল জয় শ্রীরাম স্লোগান।
অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলছে সন্দেশখালি। যার গ্রেফতারির জন্য এতদিন সরব হয়েছেন তারা তার গ্রেফতারির খবর পেতেই উচ্ছ্বসিত সন্দেশখালি।
তৃণমূল নেতার বিরুদ্ধে জমি জবরদখল থেকে শুরু করে নোনাজল ঢুকিয়ে জোর করে ভেড়ি তৈরি করা, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি-সহ ভুরিভুরি অভিযোগ রয়েছে গোটা সন্দেশখালিজুড়ে।
স্থানীয়রা বলছেন, “শান্তি পাব মনে হচ্ছে। নির্ভয়ে বাস করতে পারব। অর্ধেক রাত জেগে থাকতে হবে না। বাড়ি থেকে কেউ তুলে নিয়ে যাবে না। শেখ শাহাজাহান শাস্তি পাক, এটাই চাই।’’
ইডির উপর হামলার ৫৫ দিন পর গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। স্থানীয়দের প্রশ্ন, “বলা হয়েছে মিথ্যে অভিযোগ। তাহলে কেন পালিয়ে বেড়াচ্ছিল?’’
গত কয়েকদিন ধরে তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। তাতে দফায় দফায় ছড়ায় উত্তেজনা।
আর শেখ শাহজাহান গ্রেফতার হতেই একেবারে ভিন্ন ছবি সন্দেশখালির মাটিতে। সন্দেশখালির ঘোজাপাড়ায় একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন গ্রামবাসীরা।
আবির মাখিয়ে, আতসবাজি ফাটিয়ে উৎসবে মাতলেন স্থানীয়রা। তাঁদের কথায়, 'রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন শেখ শাহজাহান। এতদিন ভোট দিতে পারতাম না। এবার গণতান্ত্রিক অধিকার ফিরে পাব।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -