Shahid Imam: সিনেমাহলে বিনা পয়সায় দেখিয়েছেন নিজের ছবি ! রঙিন জীবন শাহিদ ইমামের
Shahid Imam Arrested TET Scam : শুধু সিনেমা বা মিউজিক ভিডিওতে অভিনয় নয়, নিজের প্রযোজনা সংস্থাও রয়েছে নিয়োগ-দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত শাহিদ ইমামের।
Shahid Imam: সিনেমাহলে বিনা পয়সায় দেখিয়েছেন নিজের ছবি ! রঙিন জীবন শাহিদ ইমামের
1/9
এতদিন রঙিন পর্দার নানা রঙিন চরিত্রে যাঁকে দেখা গেছে , সেই শাহিদ ইমামই এখন নিয়োগ দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছেন!
2/9
শুধু সিনেমা বা মিউজিক ভিডিওতে অভিনয় নয়, নিজের প্রযোজনা সংস্থাও রয়েছে নিয়োগ-দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত শাহিদ ইমামের। আরামবাগের একটা সিনেমাহলে বিনা পয়সায় নিজের ছবি দেখানোর বন্দোবস্তও করেন তিনি।
3/9
আরামবাগে 'মহারাজে'র নির্মীয়মান রাজপ্রাসাদ ঘোরে লোকের মুখে মুখে। একেবারে, নামজাদা ফিল্মস্টারদের মতো, প্রাসাদোপম বাড়ি তৈরি করেছেন শাহিদ।
4/9
চলচ্চিত্র জগতে শাহিদের পরিচিত শুভম ইমাম নামে। ২০২২ সালে সেপ্টেম্বরে, 'বিষাক্ত মানুষ' বলে একটি ছবি করেছেন শাহিদ।
5/9
মহিলা পরিবেষ্ঠিত হয়ে মিউজিক ভিডিওতে দেখা গেছে, প্রাথমিক স্কুলের ‘স্যার'কে। আরামবাগের একটি সিনেমা হলে শাহিদ নিজের ছবি দেখানোর ব্য়বস্থাও করেছিল।
6/9
২০১৪ সালে, পর্ষদের নিয়োগপত্র নিয়ে হাওড়ার স্কুলে যোগ দেন শাহিদ। প্রথম দিকে নিয়মিত স্কুলে আসলেও, পরে ঠিকমতো স্কুলে আসতেন না।
7/9
২০২১ সালে, আরামবাগ উৎসবে অংশ নিয়েছিল শাহিদ ইমাম। মুম্বই থেকে শিল্পীদের নিয়ে এসেছিলেন।
8/9
কোনটা যে নেশা....আর কোনটা যে পেশা, তা যেন বুঝে ওঠা দায়! তার এক বর্ণময় জীবন।
9/9
নিয়োগ-দুর্নীতির মামলায় একের পর এক অভিযুক্তকে হেফাজতে নিচ্ছে সিবিআই। সামনে আসছে কোটি কোটি টাকা লেনদেনের চাঞ্চল্য়কর সব তথ্য়।
Published at : 21 Feb 2023 10:50 AM (IST)