Shantanu Banerjee : আলিশান ধাবা, গুহার মতো বার-কটেজ, শান্তনুর রাজকীয় ধাবার ছবি তাক লাগানো

Shantanu Banerjee arrested : গাড়ি...গেস্ট হাউস...কী নেই সেই তালিকায়! তবে সব থেকে বেশি নজর কাড়ছে, দ্য স্পুন নামে এই ধাবা।

Shantanu Banerjee : আলিশান ধাবা, গুহার মতো বার-কটেজ, শান্তনুর রাজকীয় ধাবার ছবি তাক লাগানো

1/9
তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের কোটি কোটি টাকার সম্পত্তি! যা দেখে অনেকে বলছেন, সম্পত্তি কোথায়, এ তো সাম্রাজ্য়!
2/9
গাড়ি...গেস্ট হাউস...কী নেই সেই তালিকায়! তবে সব থেকে বেশি নজর কাড়ছে, 'দ্য স্পুন' নামে এই ধাবা।
3/9
একেবারে রাজকীয় আয়োজন যাকে বলে। মালিক গ্রেফতার হওয়ার পর থেকে, এখানে আর সেভাবে দেখা যাচ্ছে না কোনও কর্মীকে। শুনশান সেই ধাবার অন্দরমহলে ঢুঁ মেরেছিল এবিপি আনন্দ।
4/9
ধাবার ঠিক পিছনেই রয়েছে তিনটি কটেজ। পর্দা সরিয়ে ভিতরে ঢুকে দেখা গেল চৌকি, আলো, ফ্যান ...। কী উদ্দেশ্যে ব্যবহার করা হত, তা নিয়ে প্রশ্ন উঠছে।
5/9
খোলা আকাশের নীচে কটেজ যেমন রয়েছে, তেমনি ধাবার একেবারে ভিতরে রয়েছে গুহার আদলে AC বার
6/9
গুহার মধ্যে এসি বার। বিভিন্ন রঙিন পানীয়ের বোতল রাখা আছে। পুরোটাই গুহার মতো। দুদিকে বসার জায়গা।
7/9
শান্তনুর ধাবার কিছুটা দূরেই রয়েছে 'একটু বৈঠক' নামে এই রেস্তোরাঁ।
8/9
কিন্তু, আশপাশের কোনও ব্যবসা যাতে কোনওভাবে সফল না হয়, সেজন্য় তৃণমূল নেতা শান্তনু ক্ষমতার অপব্য়বহার করতে ছাড়তেন না বলে অভিযোগ।
9/9
এসি লাগানো এই ধাবা । সাজানো বিলাসবহুল ধাবা। তবে এখন কেউ এই ধাবায় নেই।
Sponsored Links by Taboola