SIR Draft Voter List : আপনার এলাকার পুরো খসড়া ভোটার তালিকাটি হাতে রাখতে চান? ১ মিনিটেই পান এভাবে

এতক্ষণে মোবাইল বা ডেস্কটপ থেকে নিশ্চয় নিশ্চিত হয়ে নিয়েছেন, আপনার নাম তালিকায় আছে কি নেই। কিন্তু অনেকেই চান হাতের মুঠোয় পুরো তালিকাটা রাখতে। তাই না?

Continues below advertisement

আপনার এলাকার পুরো খসড়া ভোটার তালিকাটি হাতে রাখতে চান?

Continues below advertisement
1/7
প্রায় দেড় মাস SIR পর্ব চলার পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। পাশাপাশি কাদের নাম বাদ গেল, সেই তালিকাও প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জনের। অন্যদিকে, ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে।
2/7
এতক্ষণে মোবাইল বা ডেস্কটপ থেকে নিশ্চয় নিশ্চিত হয়ে নিয়েছেন, আপনার নাম তালিকায় আছে কি নেই। কিন্তু অনেকেই চান হাতের মুঠোয় পুরো তালিকাটা রাখতে। তাই না?
3/7
যাঁরা হাতে খসড়া ভোটার তালিকাটি রাখতে চান, তাদের জন্য রয়েছে বিধানসভা এলাকা বেছে তালিকা ডাউনলোড করার সুযোগ। জেনে নিন পদ্ধতি।
4/7
https://voters.eci.gov.in/download-eroll?stateCode=S25 - এই লিঙ্কে ক্লিক করে ফেলুন। দেখবেন একটি পাতা খুলে গিয়েছে।
5/7
যদি আপনি নিজের বিধানসভা কেন্দ্রের খসড়া তালিকাটাই দেখতে চান, তবে অপশন গুলি পূরণ করুন , তারপর ক্যপচা টাইপ করুন।
Continues below advertisement
6/7
দেখবেন , আপনার সামনে খুলে গিয়েছে আপনার কাঙ্খিত এলাকার তালিকা।
7/7
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।
Sponsored Links by Taboola