SIR-ফর্ম না পেলে কোথায় যাব? লেখা ভুল হলে কী করব? নানা প্রশ্নের উত্তর কমিশনের

ভোটার তালিকায় ভুল নাম থাকায় ও SIR আতঙ্কে অনেকে মারাত্মক কাণ্ড ঘটাচ্ছেন বলে অভিযোগ করছেন। ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকের মনে প্রশ্নও অনেক। উত্তর দিন নির্বাচন কমিশন

Continues below advertisement

SIR-ফর্ম না পেলে কোথায় যাব? লেখা ভুল হলে কী করব? নানা প্রশ্নের উত্তর কমিশনের

Continues below advertisement
1/8
"২০০২-এর ভোটার তালিকায় আমার নামের বানান কিংবা বাবার নাম ভুল আছে, পরে ভোটার তালিকায় আমি নামের বানানটা ঠিক করে নিয়েছি এখন SIR-এর ফর্ম ভরার সময়ে কী লিখব? ২০০২-এর ভুলটাই লিখব, নাকি ঠিকটা লিখব?"
2/8
নির্বাচন কমিশন- ২০০২-এর SIR তালিকায় নামের যে বানান আছে, সেটাই লিখতে হবে। ভুল থাকলেও লিখতে হবে ভুলটাই। না হলে, তথ্য ম্যাচিং হবে না।
3/8
. "আমার SIR-এর ফর্ম যদি না পাই, কোথায় যাব? কোনও অফিসে যাব, নাকি BLO-র কাছে যাব? অফিসে গেলে কোন অফিসে যাব?"
4/8
নির্বাচন কমিশন- এখনও SIR-এর ফর্ম প্রচুর লোকের কাছে পৌঁছায়নি। সবে বিলি শুরু হয়েছে। প্রয়োজনে পরে BLO-র সঙ্গে যোগাযোগ করবেন।
5/8
"SIR-এর ফর্ম পূরণ করতে গিয়ে, যদি অনিচ্ছাকৃতভাবে আমার ভুল হয়ে যায়, ফর্মে কাটাকুটি হয়ে যায়, তাহলে কী করব, নতুন ফর্ম কোথায় পাব?"
Continues below advertisement
6/8
"অনলাইনে SIR-এর ফর্ম কি সবাই পূরণ করতে পারব? অনলাইন ব্যবস্থা কি এখন পুরোপুরিভাবে চালু হয়েছে?"
7/8
নির্বাচন কমিশন- অনলাইন এখন পুরোপুরি চালু। যে কেউ অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন। এমনকী, ভারতের বাইরে থেকেও করা যাবে।
8/8
নির্বাচন কমিশন- নতুন ফর্মের কোনও ব্যবস্থা নেই। যদি ফর্ম ফিলআপের সময়ে ভুল হয়ে যায়, তাহলে একটা লাইন দিয়ে কেটে ইনিশিয়ালে সই করতে হবে।
Sponsored Links by Taboola