SIR Form: SIR ফর্ম ফিল আপ করতে এই কাজ করেছেন, সর্বনাশ! জেল, জরিমানা হতে পারে

এই প্রক্রিয়ায় কাদের কোনও নথি দিতে হবে না? কাদের নাম তুলতে হবে? কী কী নথি গ্রাহ্য হবে? শুধু আধার কার্ড কি দেওয়া যাবে? কোন ক্ষেত্রে তালিকায় নাম উঠবে না? এখনও প্রশ্নই এখন ঘুরছে মুখে মুখে।

Continues below advertisement

SIR ফর্ম ফিল আপ করতে এই কাজ করেছেন, সর্বনাশ! জেল, জরিমানা হচতে পারে

Continues below advertisement
1/10
এসআইআর-এর ফর্ম বিতরণ মোটামুটি শেষের পথে। এবার তা পূরণ করে জমা করার পালা। ফর্ম ফিল আপ করার সময় বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে।
2/10
এই প্রক্রিয়ায় কাদের কোনও নথি দিতে হবে না? কাদের নাম তুলতে হবে? কী কী নথি গ্রাহ্য হবে? শুধু আধার কার্ড কি দেওয়া যাবে? কোন ক্ষেত্রে তালিকায় নাম উঠবে না? এখনও প্রশ্নই এখন ঘুরছে মুখে মুখে।
3/10
নির্বাচন কমিশনের তরফে কিছু বিষয় এক্কেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে। কী কী করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হবে, তাও বলা আছে , কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে।
4/10
ফর্মে ইউনিক কিউআর কোড থাকছে। ফর্মটি আবেদনকারীকে নিজে হাতে পূরণ করতে হবে। ফর্মে পুরো সই করতে হবে। নয়ত নিজের আঙুলের ছাপ দিয়ে স্বাক্ষর করতে হবে।
5/10
আবেদনকারী বা যিনি আবেদনকারীর পক্ষে সই করছেন, তাঁদের ফর্মে সঠিক তথ্য প্রদান করতে হবে।
Continues below advertisement
6/10
মৃত ভোটার, স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার, বা যাঁর নাম অন্য কোনও স্থানের ভোটার লিস্টে উঠেছে অর্থাৎ ডুপ্লিকেট ভোটার, সেই সংক্রান্ত সঠিক তথ্য BLO কে জানাতে হবে।
7/10
বিএলএ (BLA)রা দিনে সর্বাধিক ৫০টি গণনা ফর্ম আবেদনকারীর পক্ষে BLO-এর কাছে জমা দেবে। তাঁদের সাদা কাগজে একটি স্বীকারোক্তি দিতে হবে এই মর্মে যে, ফর্মে প্রদত্ত তথ্য সত্য এবং ভোটার তাঁদের উপস্থিতিতে স্বাক্ষর করেছেন। সেখানে বিএলএ-দের ফোন নম্বর, ঠিকানা, পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে।
8/10
যদি কেউ মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার বা দ্বিতীয়বার উল্লিখিত ভোটার সম্পর্কিত কোনো ভ্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে দেয়, তাহলে গণনা ফর্মের অপব্যবহারজনিত কারণে জন প্রতিনিধিত্ব আইন, ১৯৫০ এর ৩১ ধারা অনুযায়ী এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড হবে।
9/10
বুথ লেভেল আধিকারিক (BLO) আবেদনকারী বা তাঁর পরিবারের সদস্য কর্তৃক জমা দেওয়া ফর্মের তথ্য যাচাই করে স্বাক্ষর করবেন। BLO কর্তৃক ভুল যাচাইও জন প্রতিনিধিত্ব আইন, ১৯৫০ এর ৩১ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য ।
10/10
গণনা ফর্মগুলি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে। ফর্মের সব তথ্য, নথি, স্বাক্ষর, নাম ও অন্যান্য বিবরণ ডিজিটাল রূপে সংরক্ষিত থাকায় যে কোনো অসত্য তথ্য, ঘোষণা বা যাচাই প্রদানকারীর পরিচয় নির্ধারণ করা সম্ভব হবে।
Sponsored Links by Taboola