SIR Voter List : খসড়া ভোটার লিস্টে নাম নেই? বানান ভুল? মৃত ব্যক্তিও তালিকায়? করতে হবে এই কাজ
SIR Voter Draft List : মঙ্গলবার খসড়া ভোটার তালিকা এবং যাদের নাম বাদ পড়েছে, পৃথকভাবে সেই তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে নির্বাচন কমিশন।
Continues below advertisement
খসড়া ভোটার লিস্টে নাখসড়া ভোটার লিস্টে নাম নেই? বানান ভুল? মৃত ব্যক্তিও তালিকায়? করতে হবে এই কাজম নেই? বানান ভুল? মৃত ব্যক্তিও তালিকায়? করতে হবে এই কাজ
Continues below advertisement
1/7
SIR প্রক্রিয়া শুরু হওয়ার প্রায় দেড় মাস পর, প্রকাশিত হল পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা। তাতে জায়গা পেলেন ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জন। বাদ গেল ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম।
2/7
মঙ্গলবার খসড়া ভোটার তালিকা এবং যাদের নাম বাদ পড়েছে, পৃথকভাবে সেই তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে নির্বাচন কমিশন।
3/7
খসড়া ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কিনা দেখতে গেলে, প্রথমে লগ ইন করুন voters.eci.gov.in ওয়েবসাইটে। তারপর ক্লিক করুন services বাটনে।
4/7
এরপর ক্যাপচা কোড লিখে সার্চ বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার নাম খসড়া তালিকায় আছে কিনা!একইরকমভাবে তালিকা দেখা যাচ্ছে electoralsearch.eci.gov.in এই ওয়েবসাইটেও।
5/7
GOOGLE PLAY STORE বা APP স্টোর থেকে কমিশনের অ্যাপ ECINET ডাউনলোড করলে সেখান থেকেও দেখা যাচ্ছে খসড়া ভোটার তালিকা। এক্ষেত্রে ECINET অ্যাপ খুলে ক্লিক করুন 'সার্চ ইয়োর নেম'-এ। GOOGLE PLAY STORE বা APP স্টোর থেকে কমিশনের অ্যাপ ECINET ডাউনলোড করলে সেখান থেকেও দেখা যাচ্ছে খসড়া ভোটার তালিকা। এক্ষেত্রে ECINET অ্যাপ খুলে ক্লিক করুন 'সার্চ ইয়োর নেম'-এ।
Continues below advertisement
6/7
১৫ জানুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানানো যাবে। যেগুলো খতিয়ে দেখে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে ডাকা হবে শুনানিতে।
7/7
নির্বাচন কমিশন সূত্রে খবর, ৭ ফেব্রুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত শুনানি এবং ভেরিফিকেশন চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।
Published at : 16 Dec 2025 03:32 PM (IST)