Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Kalimpong Snowfall : দেখুন কীভাবে বরফের চাদরে ঢেকেছে কালিম্পং
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে জমাটি ঠান্ডায় আনন্দ চেটেপুটে নিচ্ছেন পর্যটকরা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএরই মধ্যে বছরের প্রথম তুষারপাত দেখল বাংলা। রিশপের সবুজ পাহাড় হল তুষারশুভ্র। কনকনিয়ে ঠান্ডা নামল।
বুধবার বিকেল হতে না হতেই ফুলে ঢাকা পাহাড়ে ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে ঝরল তুষার। পিচের রাস্তা ঢাকল সাদা চাদরে। সাদার মধ্যে জেগে রইল হলুদ ফুল।
পাহাড়ের অলিগলি ঢাকল বরফে। আনন্দে আত্মহারা পর্যটকরা। স্থানীয়দের মধ্যেও প্রথম তুষারপাতের আমেজ।
সামনেই ক্রিসমাস। পর্যটনের অন্যতম সুসময়। তার আগেই এমন তুষারপাতে খুশি পর্যটকরা। খুশির হাওয়া রিশপে।
জনপ্রিয় পর্যটন কেন্দ্রে বিকেলে গাছ থেকে হোটেলের ছাদ ভরে যায় তুষারে। বরফ পড়ার পরই সবাই মিলে খেলতে শুরু করেন তুষারের গোলা নিয়ে।
মোটা বরফের চাদরে ঢাকা পড়ে যায় রাস্তা। স্থানীয়দের আশা, বছর শেষের বেলায় শীতের আনন্দ উপভোগ করতে মানুষ আরও বেশি করে রিশপে আসবেন।
কালিম্পং-এর রিশপ পর্যটকদের অন্যতম আকর্ষণ। স্থানীয় সূত্রে খবর, এখানকার হোটেল ও হোম স্টে-গুলিতে মেনে চলা হচ্ছে কোভিড বিধি।
করোনাবিধি মেনেই পর্যটকদের অভ্যর্থনা জানাচ্ছে হোটেলগুলি। তাই ওমিক্রনের দাপটের মধ্যেও নিশ্চিন্তে ভ্রমণে পর্যটকরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -