Sourav on Anubrata Mondal: ফের বিতর্কে অনুব্রত, তৃণমূল নেতার সঙ্গে ভাইরাল ছবি প্রসঙ্গে সাফাই দিলেন 'পাবলিক ফিগার' সৌরভ

Sourav Ganguly: কিছুদিন আগেই, জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বীরভূমের এক সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল।

অনুব্রতর সঙ্গে এক মঞ্চে সৌরভ (ছবি: নিজস্ব)

1/9
বোলপুর আইসিকে কদর্য ভাষায় আক্রমণের পর চরম বিতর্কে জড়িয়েছেন অনুব্রত মণ্ডল। চারিদিক থেকে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন তৃণমূল নেতা।
2/9
এরই মাঝে দিনকয়েক আগে তাঁর সঙ্গে এক মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছবি ভাইরাল হয়েছে।
3/9
তৃণমূল নেতার সঙ্গে মঞ্চ ভাগ করায় সমালোচনায় বিদ্ধ হয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।
4/9
এবার সেই নিয়ে মুখ খুললেন সৌরভ। বলা ভাল সমস্ত বিতর্ক উড়িয়ে দিলেন তিনি।
5/9
তাঁর সাফ দাবি, তিনি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন, পাবলিক ফিগার মাত্র।
6/9
তিনি এও প্রশ্ন তোলেন, সেক্ষেত্রে যে কোনও নেতার সঙ্গে স্টেজ শেয়ার করলে অসুবিধা কী?
7/9
সৌরভ বলেন, ‘আমি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের কাজে গিয়েছিলাম। আমি সবার সঙ্গে স্টেজ শেয়ার করি। তাতে কী হয়েছে? অন্যেরা নিজেদের রাজনৈতিক হিংসায় আমাকে জড়িয়ে ফেলে। আমি তো আর রাজনৈতিক ব্যক্তিত্ব নই। আমি যার সঙ্গে ইচ্ছে মঞ্চ ভাগ করতে পারি এবং আমি সেটাই করব।’
8/9
পাশাপাশি তিনি এও দাবি করেন যে গোটা বিষয়ে কোনওরকম বিবৃতি দেওয়ার প্রয়োজন রয়েছে বলে তাঁর মনে হয়নি।
9/9
তাঁর সাফ দাবি, তিনি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন, পাবলিক ফিগার মাত্র।
Sponsored Links by Taboola