South Kolkata Rape Case: ক্যাম্পাসে আইনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, কী ঘটেছিল সেদিন? যা জানালেন নির্যাতিতা

Kasba Student Rape Case: বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ভিডিও তুলে অকথ্য অত্যাচার। কলেজের গেট আটকে বাধা। গার্ড রুমে ২ ছাত্রকে পাহারায় রেখে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ।

ফাইল ছবি

1/10
আর জি কর হাসপাতালের পর এবার কলেজ। খাস কলকাতায় কলেজের মধ্যেই পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। গ্রেফতার কলেজেরই প্রাক্তনী ও দুই পড়ুয়া। ঠিক কী ঘটেছিল সেদিন? 
2/10
নির্যাতিতার অভিযোগ, বুধবার বেলা ১২টা ৫-এ তিনি পরীক্ষার ফর্ম ফিলআপ করার জন্য কলেজে যান। কাজ শেষ হয়ে যাওয়ার পর তিনি ইউনিয়ন রুমে বসেছিলেন। সেই সময় কলেজের প্রাক্তনী এবং কর্মী মনোজিৎ অপেক্ষা করতে বলে। 
3/10
বাকিরা চলে গেলে, বিকেল ৪টে নাগাদ বেরোনোর চেষ্টা করেন ওই তরুণী। সেই সময় তাঁকে বাধা দেওয়া হয়, এবং ইউনিয়ম রুমে বসিয়ে রাখা হয়। সন্ধে ৬টা নাগাদ মনোজিৎ জানায় সে ওই তরুণীকে পছন্দ করে এবং তাঁর গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও ভালবাসে। এমনকী বিয়ের প্রস্তাবও দেয় অভিযুক্ত।
4/10
ওই তরুণী জানান, তাঁর প্রেমিক রয়েছে এবং তাঁকেই ভালবাসেন তিনি। ছাত্রীর অভিযোগ, ফের কলেজের গ্রাউন্ড ফ্লোরের ইউনিয়ম রুমে নিয়ে যাওয়া হয়। আরও কিছুক্ষণ সেখানে অপেক্ষা করতে বলা হয়।
5/10
আইনের ছাত্রী পুলিশকে জানিয়েছেন, সন্ধে সাড়ে সাতটা নাগাদ ফিরে আসে মূল অভিযুক্ত। ওয়াশরুমের কাছে নিয়ে গিয়ে বিয়ের প্রস্তাব দেয় মনোজিৎ। বিয়ের প্রস্তাবে প্রত্যাখ্যানের পর চড়াও হয় মনোজিৎ।
6/10
শৌচাগারের কাছেই অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী। অসুস্থ হয়ে পড়ায় আমাকে রুবি হাসপাতালে নিয়ে যেতে বলেন তিনি। এর পরে ইনহেলার নিয়ে আসার কথা বলেন। কিছুটা সুস্থ হওয়ার পরে বাড়ি ফেরার জন্য কলেজের গেটের দিকে যান। কিন্তু বন্ধ করা দেওয়া হয় মেন গেট।
7/10
অভিযোগকারিণীর দাবি, এরপর কলেজের মেন গেট বন্ধ করে দিয়ে প্রমিত ও জাইদ। ফের তাঁকে জোর করে ইউনিয়ন রুমে নিয়ে যায় অভিযুক্তরা। আমি মনোজিতের পায়েও ধরেন তিনি। কিন্তু তাঁকে ছাড়া হয়নি।
8/10
অভিযোগ, মনোজিৎ তখন নিরাপত্তারক্ষীর ঘরে নিয়ে যেতে বলে রক্ষীকে বাইরে বের করে দিতে বলে। প্রমিত ও জাইদ জোর করে গার্ডের রুমে নিয়ে যায়। সেখানে মনোজিৎ ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ। সেই সময় প্রমিত ও জাইদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বলে অভিযোগ তরুণীর। 
9/10
 বাধা দিতে চাইলে বয়ফ্রেন্ডকে খুন ও বাবা-মাকে গ্রেফতারের হুমকি দেয় অভিযুক্তরা। অভিযোগ, তারপরেও বাধা দিতে চাইলে ধর্ষণ করার সময় তুলে রাখা ২টি ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হয়। হুমকি দেওয়া হয়, যখনই ডাকা হবে, তখনই না এলে ভিডিও ভাইরাল করে দেওয়া হবে। 
10/10
ঘটনার পর ফের ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয়। তরুণীর দাবি, রাত ১০টা ৫০ নাগাদ তিনি গার্ডের রুমের বাইরে আসেন। 
Sponsored Links by Taboola