সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে বিশেষ প্রশিক্ষণ ভারতীয় সীমা বল পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Aug 2021 07:59 PM (IST)
1
সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার অভিনব প্রয়াস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
সাধারণের কাছে পৌঁছে যেতে বিশেষ প্রশিক্ষণ ভারতীয় সীমা বল পুলিশের।
3
শুরু হল অমৃত মহোৎসব সাইকেল র্যালির দ্বিতীয় ভাগ।
4
এটি ভারতব্যাপী ২৮৭৭ কিলোমিটার রিলে সাইকেল র্যালি।
5
গ্যাংটক শাখার শিলিগুড়ি থেকে শুরু হয়েছে র্যালি।
6
মঙ্গলবার ডিআইজি আর.এস.পি রঘুবংশী র্যালির শুভ সূচনা করেন।
7
শিলিগুড়ি থেকে পটনা পর্যন্ত ২৪ জনের সাইকেল র্যালির সূচনা হয়।
8
উপস্থিত ছিলেন লিখাবালি সেক্টরের ডিআইজি আর.এস চান্ডেল।
9
গত ২৩ অগাস্ট নর্থ ফন্টের ইটানর থেকে যাত্রা শুরু।
10
শেষ হবে ২ অক্টোবর দিল্লির রাজহাটে। (ছবি ও তথ্য: বাচ্চু দাস, শিলিগুড়ি)
NEXT
PREV
জেলার খবর (district) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -