Job Seekers Protest: ধর্মতলায় পড়া হল ৫০০ দিনের পাঁচালি, ধনদেবীর আরাধনায় চাকরিপ্রার্থীরা
দশমীর দিন মহিষাসুরমর্দিনী রূপে তাঁরা চালিয়েছিলেন প্রতিবাদ। আর এবারেও তাঁদেরকে আরও একধাপ এগিয়ে অন্য রূপে প্রতিবাদ করতে দেখা গেল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচাকরিতে লক্ষ্মী লাভ না হলেও, আজ কোজাগরী পূর্ণিমায় ধনদেবীর আরাধনায় SSC-র গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা।
এবারের পুজোও কেটেছে রাজপথে। ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ধর্নামঞ্চে গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। দশমীর দিন মহিষাসুরমর্দিনী রূপে তাঁরা চালিয়েছিলেন অভিনব প্রতিবাদ।কেউ সেজেছিলেন দুর্গা, কেউ লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক।
অসুরবেশী দুর্নীতিকে বধ করে আইনি পথে চাকরি সুনিশ্চিত করাই এই প্রতিবাদের উদ্দেশ্য, দাবি গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের (Job Seekers Agitation)।
আর এবার ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ে, কবিগানের মাধ্যমে লক্ষ্মীপুজো করলেন তাঁরা।
৪৩১ দিনে পড়ল গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের ধর্না-আন্দোলন।
অন্যদিকে উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীদের আন্দোলনের ৫০০ দিন। সেখানেও হল লক্ষ্মীপুজো। পড়া হল ৫০০ দিনের পাঁচালি।
অভিনব প্রতিবাদ এই প্রথমবার নয়, এর আগেও প্রতিবাদ করতে দেখা গিয়েছে চাকরি প্রার্থীদের। কখন মুখ্যমন্ত্রীর সাজে, আবার কখনও বেকারত্ব বোঝাতে ঝালমুড়িওয়ালা, ঘুঘনিওয়ালার সাজেও প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে চাকরি প্রার্থীদের।
তবে এবার উৎসবমুখ শহরে এবার উমা মায়ের বেশেই দেখা গিয়েছে চাকরি প্রার্থীদের। দুর্গা মায়ের সাজেই নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে অসুর নিধনের ইস্যুও টানা হয়েছে।
পুজো আসে ,পুজো যায়, চাকরির দাবিতে অনড় চাকরিপ্রার্থীরা এবারও রাস্তায়। গতবছর সন্তানকে পুজোয় জামাকাপড়টুকু কিনে দিতে পারেননি বলে কান্নায় ভেঙে পড়েছিলেন আন্দোলনকারী এক মহিলা চাকরিপ্রার্থী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -