DA Agitation : ডিএ-র দাবিতে বিধানসভা অভিযান ঘিরে ধুন্ধুমার, ভাঙল ব্যারিকেড, ঝরল রক্ত
ডিএ-র দাবিতে বিধানসভা অভিযান। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের যৌথ মঞ্চের মিছিল ঘিরে ধুন্ধুমার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআন্দোলনকারীদের আটকালে পুলিশের সঙ্গে ধন্ধুমার বেঁধে যায় । পুলিশ ও সরকারি কর্মীদের সংঘাতে ঝরে রক্তও।
পুলিশ ও সরকারি কর্মীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি বেঁধে যায়। এই মিছিলে ছিলেন পেনশনভোগী রাও।তাঁদের সঙ্গেও সংঘাত বাঁধে পুলিশের।
লোহার ব্যারিকেড ফেলা হচ্ছে। একদিকে পুলিশ, অন্যদিকে সরকারি কর্মচারীরা।
'নিজের কর্মীদেরই ডিএ দেয় না, নির্লজ্জ রাজ্য সরকার'... ধিক্কার জানালেন রাজ্য সরকারি কর্মীরা।
বিধানসভা মূল ফটকের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বুধাবার দুপুরে। টেনে হিঁচড়ে সরানো হয় আন্দোলনকারীদের।
বিধানসভার সামনে ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ। বরস্কদের উপরও লাঠি চার্জের অভিযোগ ওঠে।
অবসরের পর খাব কী, হাহাকার করে ওঠেন বিক্ষোভকারীরা। কুরুক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় রাজপথে।
সংঘাত বাঁধে ১৪৪ ধারা এলাকায় ঢুকতেই। চাকরি আন্দোলনে কামড়ের পর, ডিএ আন্দোলনে ঘুষি মারার অভিযোগ উঠল।
মিছিলে রীতিমতো হাতাহাতি হয়। রাস্তায় পড়ে আন্দোলনকারীদের পেন, চশমা। কেন্দ্রের সমান হারে ডিএ মিলবে কবে, প্রশ্ন আন্দোলনকারীদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -