DA Agitation : ডিএ-র দাবিতে বিধানসভা অভিযান ঘিরে ধুন্ধুমার, ভাঙল ব্যারিকেড, ঝরল রক্ত
পুলিশ ও সরকারি কর্মীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি বেঁধে যায়। এই মিছিলে ছিলেন পেনশনভোগী রাও।তাঁদের সঙ্গেও সংঘাত বাঁধে পুলিশের।
DA Agitation : ডিএ-র দাবিতে বিধানসভা অভিযান ঘিরে ধুন্ধুমার, ভাঙল ব্যারিকেড, ঝরল রক্ত
1/10
ডিএ-র দাবিতে বিধানসভা অভিযান। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের যৌথ মঞ্চের মিছিল ঘিরে ধুন্ধুমার।
2/10
আন্দোলনকারীদের আটকালে পুলিশের সঙ্গে ধন্ধুমার বেঁধে যায় । পুলিশ ও সরকারি কর্মীদের সংঘাতে ঝরে রক্তও।
3/10
পুলিশ ও সরকারি কর্মীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি বেঁধে যায়। এই মিছিলে ছিলেন পেনশনভোগী রাও।তাঁদের সঙ্গেও সংঘাত বাঁধে পুলিশের।
4/10
লোহার ব্যারিকেড ফেলা হচ্ছে। একদিকে পুলিশ, অন্যদিকে সরকারি কর্মচারীরা।
5/10
'নিজের কর্মীদেরই ডিএ দেয় না, নির্লজ্জ রাজ্য সরকার'... ধিক্কার জানালেন রাজ্য সরকারি কর্মীরা।
6/10
বিধানসভা মূল ফটকের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বুধাবার দুপুরে। টেনে হিঁচড়ে সরানো হয় আন্দোলনকারীদের।
7/10
বিধানসভার সামনে ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ। বরস্কদের উপরও লাঠি চার্জের অভিযোগ ওঠে।
8/10
অবসরের পর খাব কী, হাহাকার করে ওঠেন বিক্ষোভকারীরা। কুরুক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় রাজপথে।
9/10
সংঘাত বাঁধে ১৪৪ ধারা এলাকায় ঢুকতেই। চাকরি আন্দোলনে কামড়ের পর, ডিএ আন্দোলনে ঘুষি মারার অভিযোগ উঠল।
10/10
মিছিলে রীতিমতো হাতাহাতি হয়। রাস্তায় পড়ে আন্দোলনকারীদের পেন, চশমা। কেন্দ্রের সমান হারে ডিএ মিলবে কবে, প্রশ্ন আন্দোলনকারীদের।
Published at : 23 Nov 2022 03:36 PM (IST)