Gangasagar Mela 2024: মকর সংক্রান্তির পুণ্যস্নানের আগে জমজমাট গঙ্গাসাগর মেলা

Gangasagar Mela 2024 : মকর সংক্রান্তির পুণ্যস্নান ১৫ জানুয়ারি। তার আগে জমে উঠেছে গঙ্গাসাগর মেলা।

মকর সংক্রান্তির পুণ্যস্নানের আগে জমজমাট গঙ্গাসাগর মেলা

1/10
মকর সংক্রান্তির পুণ্যস্নান ১৫ জানুয়ারি। তার আগে জমে উঠেছে গঙ্গাসাগর মেলা।
2/10
প্রতিবছরই গোটা দেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন সাগর-পাড়ের এই মেলায়।
3/10
গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর।
4/10
বিভিন্ন জায়গায় পুলিশের ক্যাম্প তৈরি করা হয়েছে। মেলার জন্য দিকে দিকে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
5/10
ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি। প্রস্তুত রাখা হয়েছে উপকূলরক্ষী বাহিনী, এনডিআরএফ এবং সিভিল ডিফেন্সকে।
6/10
জলপথে নজরদারির জন্য প্রচুর বোট এবং হোভার ক্রাফট নামানো হয়েছে। রয়েছে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও।
7/10
দিও এবার একাধিক বন্দোবস্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ৫ লক্ষ ইন্স্যুরেন্স সহ গণ পরিবহন, চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
8/10
তিনি বলেন,'মেলায় যাঁরা আসছেন তাঁদের জন্য ইন্স্যুরেন্সের সুবিধা থাকছে। ৫ লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দেওয়া হবে। পুলিশ, ভলেন্টিয়ার, তীর্থযাত্রী সহ সাংবাদিকরা এই সুবিধা পাবেন।
9/10
গঙ্গাসাগর মেলায় কোনও সমস্যা হলে রয়েছে টোল ফ্রি নম্বরও। এবারের মেলায় মোট ২১টি জেটি ব্যবহার করা হবে।
10/10
আড়াই হাজার বাসের ব্যবস্থা করা হয়েছে। ছ’টি বার্জ, ৩২টি ভেসেল, একশোটি লঞ্চ, অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি জিপিএস ট্র্যাকিং, স্যাটেলাইট ট্র্যাকিং করা হবে। দুর্ঘটনা মোকাবিলায় ২৪০০ সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ারও নিয়োগ করা হয়েছে।
Sponsored Links by Taboola