Gangasagar Mela 2024: মকর সংক্রান্তির পুণ্যস্নানের আগে জমজমাট গঙ্গাসাগর মেলা
মকর সংক্রান্তির পুণ্যস্নান ১৫ জানুয়ারি। তার আগে জমে উঠেছে গঙ্গাসাগর মেলা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতিবছরই গোটা দেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন সাগর-পাড়ের এই মেলায়।
গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর।
বিভিন্ন জায়গায় পুলিশের ক্যাম্প তৈরি করা হয়েছে। মেলার জন্য দিকে দিকে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি। প্রস্তুত রাখা হয়েছে উপকূলরক্ষী বাহিনী, এনডিআরএফ এবং সিভিল ডিফেন্সকে।
জলপথে নজরদারির জন্য প্রচুর বোট এবং হোভার ক্রাফট নামানো হয়েছে। রয়েছে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও।
দিও এবার একাধিক বন্দোবস্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ৫ লক্ষ ইন্স্যুরেন্স সহ গণ পরিবহন, চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন,'মেলায় যাঁরা আসছেন তাঁদের জন্য ইন্স্যুরেন্সের সুবিধা থাকছে। ৫ লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দেওয়া হবে। পুলিশ, ভলেন্টিয়ার, তীর্থযাত্রী সহ সাংবাদিকরা এই সুবিধা পাবেন।
গঙ্গাসাগর মেলায় কোনও সমস্যা হলে রয়েছে টোল ফ্রি নম্বরও। এবারের মেলায় মোট ২১টি জেটি ব্যবহার করা হবে।
আড়াই হাজার বাসের ব্যবস্থা করা হয়েছে। ছ’টি বার্জ, ৩২টি ভেসেল, একশোটি লঞ্চ, অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি জিপিএস ট্র্যাকিং, স্যাটেলাইট ট্র্যাকিং করা হবে। দুর্ঘটনা মোকাবিলায় ২৪০০ সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ারও নিয়োগ করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -