Weather Update Kolkata: রাজ্যের একাংশে বৃষ্টির সম্ভাবনা, তারপরেই লাফিয়ে বাড়বে তাপমাত্রা! ফের হাঁসফাঁস শহরবাসী?

মার্চের মাঝামাঝি বৃষ্টির জেরে বদলে গিয়েছিল আবহাওয়া। ফের গায়ে হালকা শীতের চাদর জড়াতে হয়েছিল রাজ্যবাসীকে। বসন্তের মনোরম আবহাওয়া ফিরে এসেছিল, এ কথা বলাই যায়। তবে এই স্বস্তি বেশিদিনের নয়! ফের বদলাতে চলেছে আবহাওয়া!
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
আজ দক্ষিণবঙ্গের পশ্চিমে তিন জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু এরপরে বাংলায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শুক্র- শনিবার নাগাদ উত্তরবঙ্গের উপরের দু-তিন জেলাতে হালকা বৃষ্টির সমান সম্ভাবনা রয়েছে।

আসাম ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। অক্ষরেখা রয়েছে বিদর্ভ এলাকা থেকে কেরালা পর্যন্ত। দক্ষিণবঙ্গে, মূলত কলকাতায়, আজ স্বাভাবিকের থেকেও প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা।
সব জেলাতেই আজ দিন ও রাতের দুই তাপমাত্রা অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে। তবে আগামীকাল থেকেই ফের বদল হবে আবহাওয়ার। বুধবারের মধ্যেই হবে বড় পরিবর্তন
আজ থেকে ধীরে ধীরে উর্দ্ধমুখী হবে দিন ও রাতের পারদ। বুধবার এর মধ্যে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। পরের দুদিন একই রকম থাকতে পারে তাপমাত্রা।
এ সপ্তাহেই ৩৫ ডিগ্রি সেলসিয়াস কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে। পশ্চিমের জেলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যেতে পারে তাপমাত্রা। আপাতত চার থেকে পাঁচ দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
আজ দক্ষিণবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে।
উত্তরবঙ্গে সোমবার থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। পরবর্তী তিন দিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বুধবারের মধ্যে এই তাপমাত্রা পরিবর্তনের পর পরবর্তী দুই থেকে তিন দিন একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা।
শুক্রবার নাগাদ উত্তরবঙ্গের উপরের দিকের দুই তিন জেলাতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে।
কলকাতায় আজ সকালে সন্ধ্যায় মনোরম পরিবেশ। বেলা বাড়লে ধীরে ধীরে উষ্ণতা বাড়বে। আজ থেকে পরিষ্কার আকাশ। বুধবারের মধ্যে তাপমাত্রা অনেকটা বাড়বে। আগামী তিন দিনের ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা শনিবারের মধ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৪ থেকে ৯৩ শতাংশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -