Suvendu On Sandeshkhali:সন্দেশখালি নিয়ে উত্তপ্ত বিধানসভা, সাসপেন্ড শুভেন্দু-সহ ৬ BJP বিধায়ক

Suspend Suvendu : সন্দেশখালির সঙ্গে আছি লেখা টি শার্ট পরে বিধানসভার মাটিতে বসে প্রতিবাদ শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের..

সন্দেশখালি নিয়ে উত্তপ্ত বিধানসভা, সাসপেন্ড শুভেন্দু-সহ ৬ BJP বিধায়ক, ছবি সৌজন্যে শুভেন্দু অধিকারী ফেসবুক

1/10
'সন্দেশখালির সঙ্গে আছি' লেখা টি শার্ট পরে বিধানসভার মাটিতে বসে প্রতিবাদ শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের।
2/10
সন্দেশখালি নিয়ে উত্তপ্ত বিধানসভা, সাসপেন্ড শুভেন্দু অধিকারী-সহ ৬ বিজেপি বিধায়ক।
3/10
সোমবার স্বরাষ্ট্র দফতরের প্রশ্নের জন্য বরাদ্দ, কেন আসেন না মুখ্যমন্ত্রী, প্রশ্ন শুভেন্দু অধিকারীর।
4/10
'সন্দেশখালির সঙ্গে আছি' লেখা টি শার্ট পরে বিধানসভায় বিজেপি বিধায়করা। 'এটা বিধানসভায় চলে না, টি শার্ট খুলে আসুন', বিজেপি বিধায়কদের অনুরোধ অধ্যক্ষর।
5/10
'অন্যায় কোনও কথা তো লিখিনি', পাল্টা সওয়াল বিরোধী দলনেতার।
6/10
আপনি জানেন এটা স্লোগান, স্লোগান লিখে বিধানসভায় আসা যায় না, জানালেন বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee)।
7/10
বিধানসভা থেকে ওয়াক আউটও করেন তাঁরা। তাঁদের সাসপেন্ড করা হয়েছে বলে পরে দাবি করেন শুভেন্দু।
8/10
প্রতিবাদ-প্রতিরোধের আগুনে জ্বলছে সন্দেশখালি। একদিকে অধরা শেখ শাহজাহান, আরেক দিকে জনরোষের বিস্ফোরণ।
9/10
এর মধ্যেই আজ জনা পঞ্চাশেক বিজেপি বিধায়ককে নিয়ে সন্দেশখালি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
10/10
বিরোধী দলনেতা বলেন,' সন্দেশখালিতে ১৪৪ ধারা ভাঙব না। আমাদের চারজন মহিলা বিধায়ককে সেখানে যেতে দেওয়ার অনুমতি চাওয়া হবে। কিন্তু রাস্তাতেই যদি আটকে দেওয়া হয় তাহলে  প্রতিবাদ জানাব।'  
Sponsored Links by Taboola